IPL 2022: বিদেশিদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা, পার্পল ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে কারা?
IPL 2022: বোলিং হোক বা ব্যাটিং, যে কোনও ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে এবার ভারতীয় দলের তরুণ তারকারা। গতি দিয়ে উমরান মালিক প্রতিপক্ষ ব্যাটারদের ঘুম কেড়ে নিয়েছেন।
মুম্বই: আইপিএলে লিগ পর্যায়ের অর্ধেক ম্যাচ প্রায় খেলা হয়ে গিয়েছে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের তুলে ধরেছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে হারতে হয়েছে তাদের। অন্যদিকে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে ভারতীয় তরুণরা উঠে এসেছে দারুণভাবে। ব্যাটিংয়ে আয়ুশ বাদোনি, অনুজ রাওয়াত, সরফরাজ খানরা যেমন রয়েছেন। তেমনই বোলিং ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি নজর কেড়েছেন উমরান মালিক। আগুনের গোলার মত গতিতে বিপক্ষ দলের ব্য়াটারদের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। তবে কারা রয়েছেন এবারের টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারির তালিকায়। এক নজরে দেখে নেওয়া যাক -
যুজবেন্দ্র চাহাল: এখনও পর্যন্ত টুর্নামেন্টে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে শীর্ষে যুজবেন্দ্র চাহাল। ৮ ম্যাচে এখনও পর্যন্ত ১৮ উইকেট তুলে নিয়েছেন তিনি। এবার রাজস্থান রয়্য়ালসের হয়ে খেলছেন হরিয়ানার এই লেগস্পিনার। ইকনমি ৭.০৯।
কুলদীপ যাদব: ৮ ম্যাচে ১৭ উইকেট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুলদীপ যাদব। এবার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পর দিল্লি ক্যাপিটালস তাঁকে তুলে নিয়েছিল আইপিএল থেকে। ইকনমি ৮.০৮।
উমরান মালিক: গতি দিয়েই চমকে দিয়েছেন সবাইকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচে আইপিএল কেরিয়ারের প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েছেন। ৮ ম্যাচে এখনও পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন জম্মু কাশ্মীরের তরুণ এই পেসার। ইকনমি ৭.৯৬
টি নটরাজন: সানরাইজার্স হায়দরাবাদের আরেক তারকা পেসার টি নটরাজন রয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। তিনিও ৮ ম্যাচে ১৫ উইকেট তুলে নিয়েছেন এখনও পর্যন্ত। ইকনমি ৮.৪১।
উমেশ যাদব: কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা ভারতীয় দলের তারকা পেসার উমেশ যাদব এবার পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে এখনও পর্যন্ত পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ১৪ উইকেট। ইকনমি ৭.২৭।
আরো পড়ুন: বাটলার না পোলার্ড, আজ ২২ গজে কার ব্যাটে ঝড়় উঠবে, কখন, কোথায় দেখবেন ম্যাচ?