IPL 2022: বাটলার না পোলার্ড, আজ ২২ গজে কার ব্যাটে ঝড়় উঠবে, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022 RR vs MI: আজ ২২ গজে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals)। একটি দল এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি।
মুম্বই: পাঁচবারের চ্যাম্পিয়ন একটি দল এবার একেবারে খাদের কিনারায়। অন্য়দিকে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের চ্যাম্পিয়ন আরেকটি দল। আজ ২২ গজে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals)। একটি দল এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। ৮ ম্যাচ খেলে আটটি ম্যাচেই হেরেছে রোহিত শর্মার দল। অন্যদিকে ৮ ম্যাচ খেলে তার মধ্যে ৬ ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
আইপিএলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে সব ম্যাচেই হারের সম্মুখিন হতে হয়েছে রোহিত শর্মার দলকে। প্লে অফের দৌড়ে নেই পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু টুর্নামেন্টে নিজেদের শেষের আগে একটি ম্যাচে অন্তত জয় পেতে মরিয়া মুম্বই। রাজস্থানের বিরুদ্ধে একাদশে বদলও আসতে পারে। অন্যদিকে রাজস্থান এবার সঞ্জু স্যামসনের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে। দলের ব্যাটিং ডিপার্টমেন্টে জস বাটলারের উপস্থিতি শক্তি বাড়িয়েছে। প্রতি ম্যাচে ব্রিটিশ ব্য়াটারের বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষ শিবিরের ঘুম উড়িয়েছে। এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি চলতি আইপিএলে ঝুলিতে পুরে নিয়েছেন বাটলার। আজ আরও একবার মুম্বইয়ের বিরুদ্ধে কি তিনি জ্বলে উঠবেন? তবে কিন্তু চিন্তা বাড়বে রোহিতের।