IPL 2022: দ্বিতীয় স্থানে থাকার লড়াইয়ে আজ চেন্নাইয়ের সামনে রাজস্থান, কখন, কোথা দেখবেন ম্যাচ?
IPL 2022: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাই এই মরসুমে একেবারেই নিজেদের সেরা ফর্মে ছিল না। প্রথম দিকে টানা ম্যাচ হেরেছে তারা।
মুম্বই: আইপিএলের প্লে অফের লড়াই জমে উঠেছে। কাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) গুজরাত টাইটান্সকে হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাই এই মরসুমে একেবারেই নিজেদের সেরা ফর্মে ছিল না। প্রথম দিকে টানা ম্যাচ হেরেছে তারা। প্লে অফের দৌড়েও নেই। তবে রাজস্থান রয়্যালসের কাছে এই ম্যাচ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্যায় শেষ করার জন্য।
আজ আইপিএলে
রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস
কোথায় খেলা
ব্রেবোর্ন স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায়?
আইপিএলে এই মুহূর্তে প্লে অফের দৌড়ে রয়েছে রাজস্থান রয়্যালস। তাঁদের ঝুলিতে রয়েছে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে রাজস্থান। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে জিতে গেলে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট হয়ে যাবে সঞ্জুস স্যামসনের দলের। সেক্ষেত্রে লখনউ সুপার জায়ান্ট তিন নম্বরে নেমে যাবে। কারণ রান রেটের বিচারে এখনও লখনউয়ের থেকে রাজস্থান এগিয়ে আছে। ফলে তারা দু নম্বরে চলে যাবে। আর প্রথম ২-এ থাকার সুবিধে সব ফ্র্যাঞ্চাইজিই জানে। চেন্নাইয়ের ১৩ ম্যাচে ৮ পয়েন্ট। তারা চাইবে শেষ ম্যাচে জিতে এবারের আইপিএল অভিযান শেষ করা।
কলকাতায় পৌঁছলো লখনউ সুপার জায়ান্টস
আইপিএলের প্লে-অফ খেলতে কলকাতায় এসে পৌঁছল লখনউ সুপার জায়ান্টস। তবে, এদিন অনুশীলনে নামছেন না লোকেশ রাহুলরা। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২ রানে হারিয়েই প্লে অফ নিশ্চিত করেছিল লখনউ।
আরও পড়ুন: দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে চাই: বিরাট