Kohli on Team India: দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে চাই: বিরাট
Virat Kohli: এই মুহূর্তে নেতৃত্বের চাপ নেই তাঁর ওপর। শুধু সিনিয়র ব্যাটার হিসেবেই খেলবেন। আর দেশের জার্সিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে মরিয়া কিং কোহলি।
মুম্বই: গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। অনেক দিন পরে মনে হয়েছে যে পুরনো বিরাটকে (Virat Kohli) যেন ফের খুঁজে পাওয়া গিয়েছে। দেশের জার্সিতেও এবার ফর্মে ফিরতে মরিয়া কিং কোহলি। এই মুহূর্তে নেতৃত্বের চাপ নেই তাঁর ওপর। শুধু সিনিয়র ব্যাটার হিসেবেই খেলবেন। আর দেশের জার্সিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জিততে মরিয়া কিং কোহলি। তার আগে অবশ্য় আইপিএলের প্লে অফে যাতে খেলতে পারেন, সেই প্রার্থনা করছেন বিরাট।
বিরাট লক্ষ্য
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''আমার একমাত্র লক্ষ্য এখন দেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জেতা। নিজের শরীরের খেয়াল রাখছি। পরিস্থিতি বুঝে ম্যাচে নামছি। মানসিক বিশ্রামও দরকার। তাই সবদিক বিবেচনা করেই মাঠে নামতে চাই। আর অবশ্যই দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলতে চাই ও জিততেও চাই। কখন বিশ্রাম নেব, সেই সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। মানসিকভাবে চাঙ্গা হওয়া জরুরি। এ ব্যাপারে কোচ রাহুল দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলব।''
রান না পেয়ে হতাশ ছিলেন বিরাট
দল আমার ওপর ভরসা রেখেছে। কিন্তু আমি দলের জন্য কোনওকিছু করতে পারছিলাম না। এটাই আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল। এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দলের জন্য কোনওকিছুই করতে পারছিলাম না। যা আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল। নিজের পারফরম্যান্সেও হতাশ ছিলাম। পরিসংখ্যান নিয়ে কখনওই ভাবিনি বেশি। কিন্তু দলকে জেতাতে পারছিলাম না। এটাই বারবার ভাবাচ্ছিল আমাকে। তবে কিছু জিনিস তো নিয়ন্ত্রণের বাইরে। আমরা শুধু পরিশ্রম করে যেতে পারি। আর তাতে আমি কোনও ফাঁকি রাখিনি। সবসময় চেষ্টা করে গিয়েছি নিজের ১০০ শতাংশ দিতে পারি যাতে।''
আরও পড়ুন: আউট হয়েই রেগে আগুন, ড্রেসিংরুমে ফিরেই ব্যাট দিয়ে ভাঙচুর চালালেন ওয়েড