CSK vs MI, Match Preview: মুম্বইয়ের সামনে সম্মানরক্ষার লড়াই, প্লে অফের দরজা খুলবে ধোনিদের?
IPL 2022: অঙ্ক বলছে, সামান্য হলেও খাতায় কলমে সম্ভাবনা রয়েছে সিএসকে-র। বাকি তিন ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে ধোনিদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলের ফলাফলের দিকে।
মুম্বই: একটা সময় এই দুই দলের ম্যাচের আগে হইচই পড়ে যেত। হবে নাই বা কেন! এক দলের ঝুলিতে আইপিএলের (IPL) পাঁচটি ট্রফি। অন্য দলের ঝুলিতে চারটি। সবচেয়ে হেভিওয়েট দুই দল। অথচ এবারের আইপিএল দুই দলের কাছে দুঃস্বপ্নের মতো। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
১১টি ম্যাচের মধ্যে ৯টিতে হেরে প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। তাঁদের কাছে আইপিএলের শেষ তিন ম্যাচ শুধুমাত্র সম্মানরক্ষার। মরসুম শেষ হওয়ার আগে যদি কিছুটা অন্তত সম্মান পুনরুদ্ধার করা যায়। চেন্নাই সুপার কিংস তুলনায় সামান্য ভাল জায়গায়। তবে দশ দলের টুর্নামেন্টে ৯ নম্বরে। ১১ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) পয়েন্ট ৮। এখান থেকে কি চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠা সম্ভব?
অঙ্ক বলছে, সামান্য হলেও খাতায় কলমে সম্ভাবনা রয়েছে সিএসকে-র। বাকি তিন ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে ধোনিদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলের ফলাফলের দিকে।
এই ম্যাচে দুই দল পাবে না দুই সেরা তারকাকে। পাঁজরে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিছু দিন আগেই দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি। জানিয়েছিলেন নিজের খেলায় নজর দিতে চান। কিন্তু তার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একটি ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে চোট লাগে জাডেজার। ফলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলে ছিলেন না জাডেজা। সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে যে আইপিএলের বাকি ম্যাচগুলিতে পাওয়া যাবে না সে কথা জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, ‘‘জাডেজার পাঁজরে বড় চোট লেগেছে। ফলে চিকিৎসকরা ওকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। এর পরে খেললে চোট আরও বাড়তে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বারের আইপিএলের বাকি ম্যাচে জাডেজা আর খেলবে না।’’
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সও পাচ্ছে না সূর্যকুমার যাদবকে। চোটের জন্য তিনিও নেই আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সকে চিন্তায় রাখবে অধিনায়ক রোহিত ও কায়রন পোলার্ডের ফর্ম। চলতি আইপিএলে ১১ ম্যাচে মাত্র ১৪৪ রান করেছেন পোলার্ড। মুম্বইয়ের একমাত্র ভরসা বলতে যশপ্রীত বুমরার ফর্ম। বল হাতে আগুন ঝরাচ্ছেন বুম বুম বুমরা। বৃহস্পতিবার তিনি কি পারবেন সিএসকে ব্যাটারদের অগ্নিপরীক্ষা নিতে?
আরও পড়ুন: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন