IPL 2022: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন
David Warner: নো বল করেছিলেন চাহাল? বা ফিল্ডিংয়ের বিধিনিষেধ না মানার জন্য কি নো বল ডাকলেন আম্পায়ার? না। সেসব কিছুই হয়নি। তাহলে?
![IPL 2022: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন IPL 2022: Lucky David Warner is not out despite getting bowled by Rajasthan Royals' Yuzvendra Chahal, watch IPL 2022: চাহালের বলে বোল্ড হয়েও নট আউট ওয়ার্নার, ভিডিও দেখলে চমকে উঠবেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/7cf8265cc8d9f78a1943b4124d49dc77_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আইপিএলে আজব দৃশ্য দেখা গেল বুধবার। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বলে বোল্ড হয়ে গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু তার পরেও থেকে গেলেন ক্রিজে। নট আউট হয়ে। কিন্তু কীভাবে?
তাহলে কি নো বল করেছিলেন চাহাল? বা ফিল্ডিংয়ের বিধিনিষেধ না মানার জন্য কি নো বল ডাকলেন আম্পায়ার?
না। সেসব কিছুই হয়নি। তাহলে?
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ইনিংসের নবম ওভারের ঘটনা। রাজস্থান রয়্যালসের রান তাড়া করতে নেমে তখন ক্রিজে জাঁকিয়ে বসেছেন ডেভিড ওয়ার্নার। চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি যুজবেন্দ্র চাহালের হাতে বল তুলে দিলেন সঞ্জু স্যামসন। ঘটনাবহুল নবম ওভারে দুবার ওয়ার্নারের ক্যাচ পড়ে। একবার ফেলেন দেবদত্ত পড়িক্কল। অন্যবার জস বাটলার। ওভারের শেষ বলে অবশ্য ছিল আরও বড় চমক।
চাহালের বল ক্রিজ থেকে বেরিয়ে বড় শট মারতে যান ওয়ার্নার। কিন্তু তাঁর বলের লুপ মিস করেন অজি ব্যাটার। বল চকিতে টার্ন করে ওয়ার্নারের লেগস্টাম্পের ওপরে ঠেকে বেরিয়ে যায়। স্টাম্পের আলো জ্বলে ওঠে। রাজস্থান রয়্যালস ক্রিকেটারেরা ধরেই নিয়েছিলেন যে, অবশেষে ফেরানো গিয়েছে বিধ্বংসী ক্রিকেটারকে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে বেল স্টাম্প থেকে বিচ্যুত হয়নি। স্টাম্পের ওপরই থেকে যায়। নিয়ম অনুযায়ী তাই আউট হননি ওয়ার্নার।
দেখুন সেই ভিডিও:
দুরন্ত ছন্দে মিচেল মার্শ (Mitchell Marsh) ও ডেভিড ওয়ার্নার (David Warner)। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে সংহারক মূর্তি ধারণ করলেন দুজনই। মার্শ ৬২ বলে করলেন ৮৯ রান। তাঁর ইনিংসে চিল ৫টি চার ও ৭টি ছক্কা। ৪১ বলে ৫২ রানে অপরাজিত রইলেন ওয়ার্নার। রাজস্থান রয়্যালসের ১৬০ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। ৮ উইকেটে ম্যাচ জিতে ১২ ম্যাচে ১২ পয়েন্ট হল ঋষভ পন্থদের। প্লে অফের দৌড়ে টিকে রইল দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: মাটির ঘর থেকে স্বপ্নের উড়ান, ইরাকে সোনা জয়ের পথে দারিদ্রকেও হারিয়েছে জুয়েল
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)