IPL 2022: দুঃসময়ে কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারকে
IPL 2022: খারাপ সময়ে কিংগ কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলারের সমর্থন। হ্যারি কেন (Harry Kane)। যিনি বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করলেন।
মুম্বই: ব্যাট হাতে তাঁর দুঃসময় চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি প্রায় আড়াই বছর আগে। আইপিএলে (IPL) শেষ চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ১, ১২, ০ ও ০। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে এত নিষ্প্রভ বিরাট কোহলিকে (Virfat Kohli) আগে কখনও দেখা যায়নি।
তবে খারাপ সময়ে কিংগ কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলারের সমর্থন। হ্যারি কেন (Harry Kane)। যিনি বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আইপিএলে আরসিবি-ই তাঁর প্রিয় দল।
আইপিএলে নিজের প্রিয় দলের নাম জানালেন টটেনহ্যাম হটস্পারের তারকা ফরওয়ার্ড হ্যারি কেন। এর পাশাপাশি তিনি আইপিএলে নিজের প্রিয় তারকার নামও জানালেন। শুধু তাই নয়, হ্যারি কেন বিশ্বাস করেন যে, চলতি আইপিএলে বড় চমক দেখাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন বলেছেন, ‘আমার প্রিয় দল আরসিবি। আমি ভাগ্যবান যে, বিরাট কোহলির সঙ্গে অনেকবার দেখা হয়েছে এবং কথাও হয়েছে। এ বার আরসিবি কিছু ভাল খেলোয়াড় কিনেছে। গত বছর ভাগ্য ভাল ছিল না। কিন্তু এই বছর আশা করি আইপিএলে আরসিবি ভাল খেলবে।’
হ্যারি কেন বিরাট কোহলির ব্যাটিং এবং ব্যক্তি হিসেবে বিরাট কোহলিকে নিয়ে কথা বলেছেন। কেন বলেছেন, ‘আমরা ক্রিকেট খেলতে উপভোগ করি। এখন আইপিএল চলছে আর সেটাই আমরা উপভোগ করছি। বিরাট কোহলিকে দেখতে দারুণ লাগছে। ও মাটির সঙ্গে যুক্ত থাকা একজন মানুষ।'
বাবাকে আবেগঘন পোস্টে জন্মদিনের শুভেচ্ছাবার্তা অর্জুনের
এদিকে, আইপিএলে নো বল বিতর্ক যেন থামতেই চাইছে না। রাজস্থান বনাম দিল্লি ম্যাচে আম্পায়ারিংয়ের প্রতিবাদে সরব হওয়ায় বিসিসিআইয়ের শাস্তির মুখেও পড়তে হয়েছে ঋষভ পন্থ, দলের সহকারী কোচ প্রবীণ আমরে ও শার্দুল ঠাকুরকে। কিন্তু এবার আম্পায়ারিং নিয়ে ট্যুইটারে একটি মিম পোস্ট করলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwel)। সেখানে বারাক ওবামার একটি মিম পোস্ট করেছেন ম্য়াক্সওয়েল। যা এরমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।