IPL 2022, Playoff Qualifiers: রোহিতদের জয়ে খুলল বিরাটদের ভাগ্য, আইপিএলের প্লে-অফে ব্যাঙ্গালোর
মুম্বই ম্যাচটা জিতে গেলে ভাগ্য খুলে গেল বিরাটদের। প্লে-অফে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।
মুম্বই : মর্যাদার ম্যাচে দিল্লিকে হারিয়ে তাদের আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে ছিটকে দিল মুম্বই। পাশাপাশি রোহিত শর্মার দল জেতায় ভাগ্য খুলল বিরাট কোহলিদের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জায়গা করে নিল আইপিএলে প্লে-অফে। দিল্লি লড়াকু স্কোরের বিরুদ্ধে পাঁচ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে জয় দিয়ে অভিযান শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
প্লে-অফের অঙ্ক
দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কাছে এদিনের মুম্বই ডুয়েল ছিল কার্যত মরণ-বাঁচন ম্যাচ। রোহিত শর্মা (Rohita Sharma) ব্রিগেডকে হারাতে পারলে কলকাতায় প্লে-অফের টিকিট নাহলে বিদায়, এই সরল সমীকরণ ও প্রবল চাপের মুখে নেমেছিল তারা। যদিও মুম্বই ম্যাচটা জিতে গেলে ভাগ্য খুলে গেল বিরাটদের। প্লে-অফে চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ২৫ মে ইডেন গার্ডেন্সে তারা এলিমিনেটরে খেলবে লখনউ সুপার জায়ন্টসদের (Luknow Super Giants) বিরুদ্ধে। অন্যদিকে, কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচ ২৪ তারিখ সন্ধেয়।
মুম্বইয়ের রান তাড়া
অধিনায়ক রোহিত শর্মা (২) ব্যাট হাতে ব্যর্থ হলেও ইশান কিষাণ (৪৮) ও ডেওয়াল্ড ব্রেউইশ (৩৭) মুম্বইয়ের রান তাড়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। দিল্লির পেস ব্যাটারিকে সামলে শেষপর্বে টিম ডেভিডের ১১ বলে ২ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে ঝোড়ো ৩৪ রানের ইনিংসের সুবাদে ১৯.১ ওভারেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় মুম্বই।
বুমরাহ ঝড় সামলে দিল্লির ব্যাটিং
View this post on Instagram