(Source: Poll of Polls)
RCB vs PBKS Match: রাবাডার ৩ শিকার, ৫৪ রানে বিরাটদের হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিলেন ময়ঙ্করা
RCB vs PBKS IPL 2022: ৫৪ রানের বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নিল ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) দল। আর সেই সঙ্গেই ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিল পাঞ্জাব কিংস।
মুম্বই: ব্যাটে-বলে অনবদ্য লড়াই। আর শেষে দুরন্ত জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ৫৪ রানের বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নিল ময়ঙ্ক আগরওয়ালের দল। আর সেই সঙ্গেই ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিল পাঞ্জাব কিংস।
১৫৫-তে আটকে গেল আরসিবি
২১০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল আরসিবি। এই ম্যাচ জিতলে প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যেত তাদের। বিরাটের অফফর্ম থেকে ছন্দে ফেরার জন্য়ও সেরা মঞ্চ তৈরিই ছিল। কিন্তু পারলেন না তিনি। শুরুটা ভালই করেছিলেন। প্রথম ২ ওভারে চালিয়ে খেলে ১৪ বলে ২০ রান তুলে নিয়েছিলেন। কিন্তু রাবাডা আক্রমণে আসতেই ধাক্কা খায় আরসিবি শিবির। বিরাটকে ফিরিয়ে দেন। ভাল শুরু করেও ক্যাচ আউট হয়ে ফিরতে হল কিং কোহলিকে। এরপর ফাফ ডু প্লেসিকে ফিরিয়ে দেন ঋষি ধবন। রজত পাতিদার ২৬ রান করে চাহারের বলে ক্যাচ আউট হয়ে ফির যান। ম্য়াক্সওয়েল চালিয়ে খেলা শুরু করেছিলেন। কিন্তু ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৫ রান করেছিলেন তারকা অলরাউন্ডার। ম্য়াক্সওয়েল ফিরতেই আরসিবি যে হারতে চলেছে তা আরও পরিষ্কার হয়ে যায়। তবে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু এদিন পারলেন না প্রাক্তন নাইট অধিনাক। চলতি মরসুমে একের পর এক অনবদ্য ফিনিশ দেখা গিয়েছে তাঁর ব্যাটে। এদিন একটি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে আরসিবি।
পাঞ্জাব বোলারদের মধ্যে কাগিসো রাবাডা ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া ঋষি ধবন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট ও রাহুল চাহার ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান হরপ্রীত ব্রার ও অর্শদীপ সিংহ।