IPL 2022: আজ গুজরাতের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ আরসিবির, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022 RCB vs GT: আজ নিজেদের ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে আরসিবি। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে ম্যাচে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে ফাফ ডু প্লেসির দলকে।
মুম্বই: প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ নিজেদের ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে আরসিবি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে শুধু জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে ফাফ ডু প্লেসির দলকে।
আজ আইপিএলে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স
কোথায় খেলা
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায়?
এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গিয়েছিল গুজরাত টাইটান্স। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে তারা। অন্যদিকে আরসিবি ১৩ ম্য়াচে ১৪ পয়েন্ট। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা রান রেট একেবারে নেগেটিভে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসও ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ শুধু জিতলেই হবে না, বিরাটদের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে।
হেরে প্লে অফের আশা শেষ কেকেআরের
গতকাল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হেরে প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের।
কাছাকাছি এসেও যেন কাপ আর ঠোঁটের দূরত্ব থেকে গেল। দুরন্ত লড়াই করেও শেষরক্ষা করতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লখনউ সুপারজায়ান্টসের (LSG) কাছে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানে হেরে গেলেন শ্রেয়স আইয়াররা। সেই সঙ্গে শেষ হয়ে গেল নাইটদের প্লে অফের স্বপ্ন। অন্যদিকে, এই জয়ের ফলে প্লে অফের যোগ্যতা পেল লখনউ। গুজরাত লায়ন্সের পর দ্বিতীয় দল হিসাবে প্লে অফে পৌঁছে গেলেন কে এল রাহুলরা।
কেকেআরের কাছে মরণবাঁচণ ম্যাচ। আইপিএল (IPL) প্লে অফে ওঠার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলেও জিততেই হবে শ্রেয়স আইয়ারদের। আর সেই ম্যাচকেই কি না ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসাবে বেছে নিলেন লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কুইন্টন ডি'কক ও কে এল রাহুল!
আরো পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজেই কি দেখা যাবে মাঠ ভর্তি দর্শক?