RR vs KKR, Match Highlights: বাটলারের ব্যাটের চাবুকে কোণঠাসা কেকেআর, নাইটদের সামনে লক্ষ্য ২১৮
IPL 2022, RR vs KKR: চলতি আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেললেন ইংরেজ তারকা। প্যাট কামিন্সকে ৬ মেরে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন বাটলার।
মুম্বই: আইপিএলে (IPL) টানা দুই ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। চাপ কাটিয়ে আলোয় ফেরার জন্য সোমবারের রাজস্থান রয়্য়ালস ম্যাচকে পাখির চোখ করেছিল কেকেআর। আর ব্রেবোর্নে সেই ম্য়াচেই কি না চলল জস বাটলারের ব্যাটের শাসন!
বাটলারের ঝড়
চলতি আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেললেন ইংরেজ তারকা। প্যাট কামিন্সকে ৬ মেরে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন বাটলার। শেষ পর্যন্ত ৬১ বলে ১০৩ রান করে ফিরলেন তিনি। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তুলল ২১৭/৫। ম্যাচ জেতার জন্য কেকেআরকে করতে হবে ২১৮ রান।
চেনা ছক
সোমবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। শ্রেয়সও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি। তবে তাঁর বোলাররা সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে ব্যর্থ।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাটলার। ওপেনিং জুটিতে তিনি ও দেবদত্ত পড়িক্কল মিলে মাত্র ৯.৪ ওভারে ৯৭ রান যোগ করেন। ১৮ বলে ২৪ রান করে আউট হন দেবদত্ত। তখনই বোঝা গিয়েছিল যে, বড় স্কোর তুলতে চলেছে রাজস্থান।
দলের ভিতটা ভাল হওয়ার পর সঞ্জু স্যামসন হোক বা শিমরন হেটমায়ার, কেকেআর বোলারদের কেউই রেয়াত করেননি। ১৯০ বলে ৩৮ রান করেন স্যামসন। ১৩ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন হেটমায়ার।
কেকেআর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন প্যাট কামিন্স। ৪ ওভারে ৫০ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। সুনীল নারাইন ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।