IPL 2022: পরপর দুই হার, কেকেআর ড্রেসিংরুমে কী বললেন শ্রেয়স-ফিঞ্চ?
IPL 2022: দলকে মানসিকভাবে চাঙ্গা করতে আসরে নামলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
মুম্বই: প্রথমে দিল্লি ক্যাপিটালস (DC)। তারপর সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। পরপর ২ ম্যাচে হেরে আইপিএলে (IPL) আচমকাই চাপের ঘূর্ণাবর্তে আটক কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ ম্যাচে ৬ পয়েন্ট-সহ টেবিলের ৫ নম্বরে রয়েছে কেকেআর। এই পরিস্থিতিতে দলকে মানসিকভাবে চাঙ্গা করতে আসরে নামলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
পেপ টক
শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর ড্রেসিংরুমে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে উদ্য়োগী হন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি প্রথমেই বক্তব্য রাখতে বলেন অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক শুক্রবারই নাইট জার্সিতে অভিষেক ঘটান। তিনি নিজেও রান পাননি। তবে ক্রিকেটারদের চাঙ্গা করতে চেষ্টার কসুর করেননি।
ফিঞ্চ সতীর্থদের বলেন, 'অভিজ্ঞতা থেকে দেখেছি, টি-টোয়েন্টি ক্রিকেটে পরপর ম্যাচ হারার পর সবচেয়ে সহজ হল একে অপরকে দোষারোপ করা। এটা বলা যে ওর এটা করা উচিত ছিল বা ওটা করা যেত। আসল কথা হল, আমরা সবাই সব কাজ আরও ভালভাবে করতে পারতাম। কিন্তু আমাদের একত্রিত থাকতে হবে। একে অপরকে সমর্থন করে যেতে হবে। অজুহাত খোঁজার বা অন্যকে দোষারোপ করার দিকে হাঁটলে হবে না। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের অঙ্গ। শুধু মনে রেখো আমাদের একে অপরের পাশে থাকতে হবে। একশো শতাংশ সমর্থন করে যেতে হবে।'
কী বলছেন শ্রেয়স?
ফিঞ্চের পরই ড্রেসিংরুমে বক্তব্য রাখেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি বলেন, 'আমিও একই কথা বলতে চাই। এই জায়গায় পৌঁছেছি সকলের জন্যই। তাই কোনও দোষারোপ নয়। মাথা উঁচু রাখো। মুখে হাসি ধরে রাখো। এবং এগিয়ে চলো। ধরে নাও একটা খারাপ দিন কেটেছে। এটা হতেই পারে। মানসিকভাবে শক্ত থাকো। আর পরের ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে জোর দাও।'