Sunil Narine: অনবদ্য কীর্তি নারাইনের, স্পর্শ করলেন জাডেজার রেকর্ড
IPL 2022: আইপিএলে (IPL) তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও একশো উইকেটের ‘ডাবল’ অর্জনের নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন (Sunil Narine)।
মুম্বই: আইপিএলে (IPL) তৃতীয় ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও একশো উইকেটের ‘ডাবল’ অর্জনের নজির গড়লেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন (Sunil Narine)।
নারাইনের কীর্তি
এর আগে আইপিএলে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র রবীন্দ্র জাডেজা ও ডোয়েন ব্র্যাভোর। আইপিএল অলরাউন্ডারদের এই ‘এলিট গ্রুপে’ এবার নাম লেখালেন কেকেআর তারকা। আইপিএলে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন নারাইন। এতে ১০০৩ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে নিয়েছে ১৫১টি উইকেট।
গম্ভীরের কৌশল
সুনীল নারাইন যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা শুরু করেন, তাঁকে বোলার হিসেবেই ধরা হতো। তবে গৌতম গম্ভীরের বুদ্ধিতে ‘পিঞ্চ হিটার’ হিসেবে নারাইনকে ওপেনিং করতে নামায় কেকেআর। এবং গম্ভীরের সেই ফাটকা কাজেও লেগে যায়। সুনীলের মারকুটে ব্যাটিংয়ের মুখে পড়ে দিশাহারা হতে হয়েছিল বহু বোলারকে। ইনিংসের শুরুতে নারাইনের মারকুটে ব্যাটিং দলকে যেমন স্থিতিশীল সূচনা দিত, তেমনই দলের ব্যাটিং অর্ডার আরও লম্বা দেখাত। তবে বর্তমানে ওপেনিংয়ে আর সেভাবে সুযোগ পান না নারাইন। মাঝে মধ্যে অবশ্য তাংকে দিয়ে ফাটকা খেলে দল।
চারটি হাফসেঞ্চুরি-সহ হাজার রানের গণ্ডি পার করা নারাইনের ব্যাটিং গড় মাত্র ১৪.৭৫ হলেও তাঁর স্ট্রাইক রেট ১৬১.৭৭। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও দিন হাফসেঞ্চুরি না করা নারাইন কেকেআর জার্সিতে ৭৫ রান অবধি করেছিলেন। এদিকে বোলিংয়েও ওভার প্রতি মাত্র ৬.৬৩ রান খরচ করে ১৫১টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: ভবিষ্যতের যুবরাজ সিংহ? নিজেই বেছে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক
নতুন যুবরাজ?
সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার অভিষেক শর্মা। এবারের আইপিএলে ব্যাট হাতে নজর কাড়ছেন অভিষেক। তাঁকে দেখে মুগ্ধ ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ। বলেছেন, 'অভিষেকের খেলা দেখলে আমার নিজের কথা মনে পড়ে যায়। বিশেষ করে ওকে পুল বা ব্যাকফুটে শট খেলতে দেখলে মনে হয় আমি এরকমই ব্যাট করতাম।' যুবি যোগ করেছেন, 'শিবম দুবেও অনেকটা সেরকম। তবে ওর ২৮ বছর বয়স'
চলতি আইপিএলে অভিষেক রয়েছেন দুরন্ত ছন্দে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০ ম্যাচে ৩৩১ রান করেছেন। সর্বোচ্চ ৭৫। অভিষেকর স্ট্রাইক রেট প্রায় ১৩৪।