এক্সপ্লোর
(Source: Poll of Polls)
MS Dhoni: মাত্র ১০ বছর বয়সে! কন্যা জীভার কাণ্ড শোনালেন ধোনি নিজেই
Ziva Dhoni: ধোনির কথা শুনে সকলেই একমত যে, বাবার মতোই শান্ত ও সংযত মানসিকতা নিয়েই বড় হচ্ছে জীভা। মাত্র ১০ বছর বয়সেই পরিণত কথাবার্তা।
স্ত্রী সাক্ষী ও জীভার সঙ্গে ধোনি। - পিটিআই
1/10

ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। জোড়া বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্যাপ্টেন কুল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে জিতেছেন পাঁচটি আইপিএলও।
2/10

ধোনি ও সাক্ষীর আলাপ কলকাতার এক হোটেলে। পরে সেই সম্পর্ক থেকেই প্রেম, বিয়ে।
3/10

ধোনি ও সাক্ষীর একমাত্র কন্যাসন্তান জীভা। মেয়ের সম্পর্কে এবার খোশমেজাজে আড্ডা মারতে দেখা গেল ধোনিকে।
4/10

একটি সাক্ষাৎকারে ধোনি বলেছেন, জীভা ছোট থেকেই ভীষণ বাধ্য। শান্ত। সকলের কথা শোনে।
5/10

ধোনি জানিয়েছেন, তাঁর ক্রিকেট ম্যাচ থাকলে জীভাকে বেশিরভাগ সময় সঙ্গে নিয়েই যেতেন। মাত্র ২ মাস বয়স থেকে জীভাকে নিয়ে ঘুরছেন বলে মেয়েও অনেক বেশি পরিণত।
6/10

ধোনি জানিয়েছেন, জীভা বেশ বুদ্ধিমতি। ভেবেচিন্তে কথা বলে। কেন? ধোনি বলেছেন, 'ওকে কেউ যদি প্রশ্ন করে মা ভাল না বাবা, জীভা বেশ কূটনৈতিক জবাব দেয়। কারও পক্ষ না নিয়ে।'
7/10

ধোনি জানিয়েছেন, জীভা ছোট থেকেই রাতে ঘুমোত। তার জন্য কখনও তাঁকে বা সাক্ষীকে রাত জাগতে হয়নি।
8/10

ধোনি জানিয়েছেন, স্কুলে যেতে ভীষণ ভালবাসে জীভা। ধোনির কথায়, 'ওকে যদি কোনও স্কুল ভ্যাকেশনের আগে বলি, কয়েকদিন আগে ছুটি নিয়ে চল লম্বা কোথাও বেরিয়ে আসি, ও বলে না, আমি স্কুল শেষ করেই যাব।'
9/10

ধোনির কথা শুনে সকলেই একমত যে, বাবার মতোই শান্ত ও সংযত মানসিকতা নিয়েই বড় হচ্ছে জীভা। মাত্র ১০ বছর বয়সেই পরিণত কথাবার্তা।
10/10

আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে ধোনিকে। তাঁকে ফের বাইশ গজে দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি - পিটিআই ও সাক্ষীর ইনস্টাগ্রাম
Published at : 19 Mar 2025 01:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























