KKR vs SRH Innings Highlights: শাহরুখের সামনে রাসেল ঝড়, ছক্কার বর্ষণ দেখে হাততালি দিলেন বাদশাও, রানের পাহাড়ে কেকেআর
IPL 2024: টিম মালিকের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কি তুলে নিলেন আন্দ্রে রাসেল? মাঠে নামা ইস্তক ছক্কার ফুলঝুরি। আর যেন নিশানা করে ছক্কাগুলো মারছিলেন শাহরুখের বক্সের দিকে।
সন্দীপ সরকার, কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) নাকি অদ্ভুত এক বিশ্বাস মেনে চলেন। তিনি ম্যাচ শুরুর হওয়ার আগে থেকে মাঠে থাকলে নাকি কলকাতা নাইট রাইডার্স হেরে যায়। এবার তাও আগাম জানিয়ে রেখেছিলেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নাইটদের (KKR) প্রথম ম্যাচ দেখতে আসার কথা। কিন্তু মাঠে এলেন সেই পুরনো সংস্কার মেনে। কেকেআর ইনিংসের ষষ্ঠ ওভারে দেখা গেল, ইডেনের বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনিতে দাঁড়িয়ে ততোধিক বিখ্যাত সেই চেহারা।
সাদা ফুলস্লিভ ঢিলেঢালা টি-শার্ট। চোখে নাইটগ্লাস। পনিটেল করে বাঁধা চুল। ক্যামেরা তাঁকে ধরতেই ইডেন গ্যালারি উদ্বেল। তিনি হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুম্বন। মাঠের মিউজ়িক সিস্টেমে বেজে উঠল, ঝুমে জো পাঠান...
কিন্তু নাইট ব্যাটাররা যেরকম আয়ারাম-গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হলেন, এবং কেকেআরের স্কোর যেরকম দ্রুততায় ৫১/৪ হয়ে গেল, তিনি, শাহরুখ কিংগ খান ঘরের ভেতর ঢুকে গেলেন। ব্যালকনিতে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেওয়ার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছিলেন।
টিম মালিকের মুখে হাসি ফোটানোর দায়িত্ব কি তুলে নিলেন আন্দ্রে রাসেল? মাঠে নামা ইস্তক ছক্কার ফুলঝুরি। আর যেন নিশানা করে ছক্কাগুলো মারছিলেন শাহরুখের বক্সের দিকে। সানরাইজার্স হায়দরাবাদের স্পিনার ময়ঙ্ক মারকাণ্ডের এক ওভারে তিন ছক্কা। তিনটিই বি ব্লকের গ্যালারিতে উড়ে গিয়ে পড়ল। পরে টি নটরাজনকেও একবার ওড়ালেন ঠিক ওখানেই। যেন মালিকের জন্য প্রচ্ছন্ন বার্তা, পিকচার অভি বাকি হ্যায়... শাহরুখের সিনেমার সেই অমর সংলাপ।
ফিল সল্টের ৪০ বলে ৫৪ রান যদি হয় কেকেআরের শনিবারের ইনিংসের কাঠামো, তাহলে জমকালো ডাকের সাজ রাসেলের ১৯ বলে ৪৪ রানের ঝড়। যে ঝড়ের পূর্বাভাস প্র্যাক্টিস সেশনেও দিচ্ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ইডেনে খোলা নেটে বল ওড়ানোর সাধনার খবর নিশ্চয়ই পাঠককুলের নজর এড়ায়নি। সেই ছন্দই ম্যাচেও ধরে রাখলেন রাসেল। ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। মাত্র ২০ বলে। তাঁর ব্যাটিং বিক্রম দেখে এসআরকে-ও বাধ্য হলেন ব্যালকনিতে বেরিয়ে এসে হাততালি দিতে। রাসেলও পাল্টা কুর্নিশ করলেন বাদশাকে।
সঙ্গত করলেন রিঙ্কু সিংহও। ১৫ বলে ২৩ রান করে ফিরলেন। সপ্তম উইকেটে রাসেল-রিঙ্কুর ৩৩ বলে ৮১ রানের পার্টনারশিপই ম্যাচে ফেরাল কেকেআরকে। যে ঝড়ের সামনে নিলামে ২০ কোটি ৫০ লক্ষ দাম পাওয়া কামিন্স ৪ ওভারে খরচ করলেন ৩২ রান। প্রথমে ব্যাট করে নাইটরা তুললেন ২০৮/৭। ২৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস রাসেলের। নিজামের শহরের দলকে ম্যাচ জিততে হলে তুলতে হবে ২০৯ রান। কেকেআরের বোলিংয়ের বিরুদ্ধে যা খুব একটা সহজ হবে না হায়দরাবাদের কাছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে