IPL 2023: দলের জয়ের দিনেই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন কেকেআর তারকা আন্দ্রে রাসেল
Andre Russell: সানরাইজার্স হায়দরাবাদের দুই ছক্কা হাঁকিয়েই বিশেষ মাইলফলক স্পর্শ করলেন 'দ্রে রাস'।
হায়দরাবাদ: চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই আন্দ্রে রাসেল (Andre Russell)। বৃহস্পতিবার, ৫ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (SRH vs KKR) শুরুটা ভাল করেছিলেন রাসেল। তবে ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। ১৫ বলে ২৪ রান করেই সাজঘরে ফেরেন 'দ্রে রাস'। অবশ্য এই ম্যাচেই একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন রাসেল।
রাসেলের মাইলফলক স্পর্শ
রাসেল হায়দরাবাদের বিরুদ্ধে দুইটি ছক্কা হাঁকান। এর সুবাদেই তিনি মাত্র তৃতীয় খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ছয়শোটি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন। রাসেলের আগে মাত্র দুইজনের দখলে এই কৃতিত্ব রয়েছে। ঘটনাক্রমে, উভয়েই রাসেলের মতোই ক্যারিবিয়ান তারকা। রাসেল বাদে 'ইউনিভার্স বস' ক্রিস গেল ১০৫৬টি ও কায়রন পোলার্ড ৮১২টি ছয় মেরেছেন। রাসেলের পর এই তালিকায় চার নম্বরে রয়েছেন প্রাক্তন কেকেআর কোচ তথা নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাকালাম। তিনি ৪৮৫টি ছয় মেরেছেন। আরেক কিউয়ি তারকা কলিন মুনরো ৪৮০টি ছয় মেরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
২০তম ওভারে বরুণ কেন?
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স । ১৭১ রান ডিফেন্ড করতে নেমে কেকেআর শুরুটা ভাল করলেও, প্রথমে হেনরিক ক্লাসেন ও এইডেন মারক্রামের ৭০ রানের পার্টনারশিপ ও পরের দিকে আব্দুল সামাদের আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের দিকে তড়তড়িয়ে এগচ্ছিল সানরাইজার্স। শেষ ওভারে সামাদদের জয়ের জন্য় মাত্র নয় রানের প্রয়োজন ছিল। টি-টোয়েন্টিতে যা একেবারেই কঠিন কিছু নয়। কিন্তু ওভারে মাত্র তিন রান খরচ করে কেকেআরকে পাঁচ রানে রুদ্ধশ্বাস এক ম্যাচ জিততে সাহায্য করেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
বরুণকে বল দেওয়ার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেন, 'ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমদের আর ম্যাচ জেতার আর আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। আমি সবসময় ম্যাচে আমার কোন স্পিনার সেরা বল করছে সেই দেখেই সিদ্ধান্ত
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে