IPL: আশঙ্কাই সত্যি হল, পুরো আইপিএল থেকে ছিটকেই গেলেন শ্রেয়স আইয়ার
IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের জন্য চাপ বাড়ল। তারা আইপিএলে এবার কোন ক্রিকেটারের নেতৃত্বে খেলবে সেটাই দেখার।
মুম্বইঃ একটা বিষয় আগেই নিশ্চিত ছিল যে আইপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য আরও চিন্তা বাড়িয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। কোমরের চোট নিয়ে ভুগছিলেন নাইট অধিনায়ক। বুধবার জানিয়ে দেওয়া হল যে তিনি এবারের আইপিএলে কোনো ম্যাচেই নামতে পারবেন না।
লন্ডনে অস্ত্রোপচার করতে যাবেন শ্রেয়স। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শ্রেয়সকে অস্ত্রোপচারের জন্য লন্ডন যেতে হবে। এদিকে শ্রেয়স ছিটকে যাওয়ায় কে হবেন নাইটদের অধিনায়ক, তা বিশাল মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাসেলকে অধিনায়ক করা হোক, এমন দাবি তুলছেন অনেকেই। শুধি আইপিএলই নয়। এরপর এশিয়া কাপ রয়েছে, সেখানেও হয়ত দেখা যাবে না শ্রেয়সকে। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা দেখার।
ইডেনে রাসেল ম্যানিয়া
প্রথম দিনের অনুশীলনে তাঁর দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়দিন তাই সবার ফোকাস ছিল তাঁর দিকেই। তিনি এলেন, কিন্তু মাঠে নামতে পারলেন না। তিনি আর কেউ নন, কলকাতা নাইট রাইডার্সের প্রাণভোমরা আন্দ্রে রাসেল। আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে বৃষ্টি তাল কাটল অনুশীলনের ২ দিনই। যার জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যাদবপুর ক্যাম্পাসের বদলে ইডেনের ইন্ডোরে চলল অনুশীলন।