RCB vs CSK, Match Highlights : চেন্নাইয়ের বাজিমাত, হাড্ডাহাড্ডি রানযুদ্ধ পেরিয়ে ৮ রানে আরসিবিকে টেক্কা সিএসকের
IPL 2023, RCB vs CSK: পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান।
বেঙ্গালুরু : রানযুদ্ধ পেরিয়ে শেষ হাসি চেন্নাইয়ের। প্রায় সাড়ে ৪০০-র কাছে ওঠা রানের পাহাড়ে ঢাকা ম্যাচে ৮ রানের ব্যবধানে আরসিবিকে (RCB) টেক্কা দিল সিএসকে (CSK)। শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১৮ রানে থামল। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তুলেছিল ২২৬ রানের ম্যামথ টোটাল। ইনিংসের মাঝপথে যে রানকে যথেষ্ট মনে হলেও ব্যাঙ্গালোরের রান তাড়া করার সময়ে যেমনটা মোটেই মনে হয়নি। বরং বারবার পেন্ডুলামের মতো ম্যাচের রেশ ঢলেছে দুই দলের দিকে। যদিও শেষ ওভারে ১৯ রান বাঁচানোর পুঁজি নিয়ে বল করতে গিয়ে ঠান্ডা মাথায় ইয়র্কারে ভর করে দলে ঢোকা মাথিসা পাতিরানা বাজিমাত করলেন। পাল্টা আক্রমণের পরও বিফলে গেল আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ত অর্ধশতরান।
টসে জিতে সিএসকে-কে প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবি আধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল স্কোর রান খাড়া করে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ৪৫ বলে ৬ টি চার ও ৬ টি ছক্কার সাহায্যে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। আর ২৭ বলে ২ টি বাউন্ডারি ও ৫ টি বিশাল ওভার বাউন্ডারির দৌলতে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে। রানের পাহাড় চড়তে শুরু করেই ধাক্কা খায় আরসিবি। ম্যাচের প্রথম ওভারেই ফিরে যান বিরাট কোহলি (৬)। তার পরের ওভারেই মোহিলাল লোমরোর (০) খাতা না খুলেই সাজঘরে ফেরেন। দ্রুত জোড়া উইকেট খুইয়ে চাপে পড়া তো দূরের কথা, উল্টে পাল্টা কার্যত ফিফথ গিয়ারে পাল্টা আক্রমণ শানাতে শুরু করে তারা। সৌজন্যে ফাফ ডু প্লেসি ( Faf Du Plessis) ও গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell)। ১০ ওভারে ১২৬ রানের পার্টনারশিপ গড়েন তারা। ৩৬ বলে ৩ টি চার ও ৮ টি ছক্কার সাহায্যে ৭৬ রান করার পর ম্যাক্সওয়েল আউট হন। যার কিছুক্ষণের মধ্যে ৫ টি বাউন্ডারি ও- ৪ টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস থামে ডু প্লেসি-রও। দু'জনেই মারতে গিয়ে উঁচুতে বল তুলে দেন, কিপার তথা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ঠান্ডা মাথায় তাঁদের ক্যাচ তালুবন্দি করেন। শেষপর্বে দীনেশ কার্তিক (১৪ বলে ২৮ রান) ও প্রভুদেশাই (১১ বলে ১৯ রান) চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। সিএসকে-র পক্ষে ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন চুষার দেশপাণ্ডে। আর ঠান্ডা মাথায় শেষ ওভার বের করা পাতিরানা ৪২ রানের বিনিময়ে ২ উইকেট নেন।
View this post on Instagram
আরও পড়ুন- কনওয়ে-দুবের ব্যাটিং তাণ্ডব, ২২৬ রানের বিশাল স্কোর সিএসকের