IPL Points Table : দুরন্ত জয়ে এগোল পাঞ্জাব, ব্যাঙ্গালোর, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল
+ ১.৫৮৮ রান রেট ও ৬ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
লখনউ : হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ২ উইকেটে ম্যাচ জিতেছে তারা। দুরন্ত জয়ের সুবাদে আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলে ছয় থেকে চার নম্বরে উঠে গিয়েছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ৫ ম্যাচের শেষে ৩ টি জয়ের সুবাদে ৬ পয়েন্ট পাঞ্জাবের। যদিও রান রেটের বিচারে খানিক পিছিয়ে থাকায় আপাতত চার নম্বরে তারা। আপাতত পাঞ্জাবের রান রেট - ০.১০৯। লখনউয়ের বিরুদ্ধে নামার আগে যা ছিল - ০.২২৬।
যদিও প্রথম তিনটি স্থানে থাকা দলগুলিরও পয়েন্ট ৬ করেই। লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ থাকলেও সেই কাজে ব্যর্ত হয়ে দুই নম্বরেই থাকতে হচ্ছে লখনউকে। বরং হারের জেরে খানিক ধাক্কা খেয়েছে তাদের রান রেট। এই ম্যাচে নামার আগের + ১.০৪৮ থেকে কমে আপাতত লখনউয়ের রান রেট + ০.৭৬১। অপরদিকে, অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লিগ টেবিলে সাত নম্বরে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে তাদের রান রেট ছিল - ০.৮০০। যা আপাতত - ০.৩১৬। পাশাপাশি ৪ ম্যাচের শেষে দ্বিতীয় জয় পেয়ে ৪ পয়েন্ট ব্যাঙ্গালোরের।
এদিকে, + ১.৫৮৮ রান রেট ও ৬ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৬ পয়েন্ট গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সেরও। গুজরাতের রান রেট + ০.৩৪১। পয়েন্ট তালিকায় তিন নম্বরে।
একঝলকে আইপিএলের বর্তমান লিগ টেবিল -
(লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ (২১) পর্যন্ত।)
স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
১ | রাজস্থান রয়্যালস | ৪ | ৩ | ১ | ৬ | + ১.৫৮৮ |
২ | লখনউ সুপারজায়ান্টস | ৫ | ৩ | ২ | ৬ | + ০.৭৬১ |
৩ | গুজরাত টাইটান্স | ৪ | ৩ | ১ | ৬ | + ০.৩৪১ |
৪ | পাঞ্জাব কিংস | ৫ | ৩ | ১ | ৬ | - ০.১০৯ |
৫ | কলকাতা নাইট রাইডার্স | ৪ | ২ | ২ | ৪ | + ০.৭১১ |
৬ | চেন্নাই সুপার কিংস | ৪ | ২ | ২ | ৪ | + ০.২২৫ |
৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ৪ | ২ | ২ | ৪ | - ০.৩১৬ |
৮ | সানরাইজার্স হায়দরাবাদ | ৪ | ১ | ২ | ৪ | - ০.৮২২ |
৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ৩ | ১ | ২ | ২ | - ০.৮৭৯ |
১০ | দিল্লি ক্যাপিটালস | ৫ | ০ | ৫ | ০ | - ১.৪৮৮ |
আরও পড়ুন- ব্যাটার গেইল, ক্যাপ্টেন কোহলিকে টেক্কা, আইপিএলে ৪ হাজার রান কেএল রাহুলের