(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Orange Cap : কমলা টুপি চাপিয়েই ঘুম, পাকাপাকিভাবে অরেঞ্জ ক্যাপের মালিক হওয়ার দোরগোড়া শুভমন
Subhman Gill : আইপিএলে তাঁর তৃতীয় শতরান সহ প্রতিযোগিতায় ৮০০ রানের গণ্ডি টপকে বাকি ব্যাটারদের ধরাছোঁয়ার কার্যত বাইরে চলে গিয়েছেন শুভমন।
আমদাবাদ : যে লড়াই দিয়ে ঢাকে কাঠি পড়েছিল প্রতিযোগিতার, সেই যুদ্ধে দিয়েই শেষ হতে চলেছে প্রতিযোগিতা। মাঝের তফাৎটা আসমান-জমিনের। আর এবারের ম্যাচের ফলাফলে নির্ভর করছে সিকন্দর হওয়ার হাতছানি। ফাইনাল। আইপিএলের। মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
আর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মেগা ম্যাচের আগে শান্তির ঘুম গতবারের চ্যাম্পিয়নদের ব্যাটিংয়ের সেরা অস্ত্র শুভমন গিলের (Subhman Gill)। তবে স্রেফ ঘুমই নয়, চেন্নাই বোলারদের ঘুম কেড়ে নেওয়ার প্রচ্ছন্ন বার্তাও যেন দিয়ে রাখলেন তিনি। শুভমনের সোশালে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কমলা টুপি চাপিয়ে মুখ ঢেকেছেন তিনি। গোটা আইপিএল কার্যত দুরন্ত ছন্দে থাকলেও অরেঞ্জ ক্যাপ দকল করতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শতরানের পথে কমলা টুপি নিজের দখলে করে ফেলেছেন শুভমন।
কোয়ালিফায়ার দুইয়ে কার্যত শুভমনের ব্যাটিং বিক্রমের জেরেই চূর্ণ হতে হয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইকে। এবারের আইপিএলে তাঁর তৃতীয় শতরান সহ প্রতিযোগিতায় ৮০০ রানের গণ্ডি টপকে বাকি ব্যাটারদের ধরাছোঁয়ার কার্যত বাইরে চলে গিয়েছেন শুভমন। এখনও পর্যন্ত ১৬ ম্যাচে ৩ টি দুরন্ত শতরান ও ৪ টি অর্ধশতরানের সুবাদে ৬০-এর বেশি গড়ে ৮৫১ করে ফেলেছেন শুভমন। স্বপ্নের ফর্মে থাকা গুজরাতের ওপেনার আইপিএলে তাঁর শেষ চারটি ইনিংসের মধ্যে তিনটি শতরান করেছেন।
রবিবারের মেগা ফাইনালে ব্যাটে শুভমন কতটা ভাল পারফর্ম করতে পারেন, সেটার ওপর গুজরাতের খেতাব ভাগ্য নির্ভর করলেও কমলা টুপির দৌড়ে কার্যত তা যে সেভাবে প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ, কমলা টুপির দখলে থাকা অন্য কোনও ব্য়াটারদের মধ্যে ফাইনালে খেলতে নামবেন ডেভন কনওয়ে। চেন্নাই সুপার কিংসের এই ওপেনারের ঝুলিতে এই মুহূর্তে ৬২৫ রান। তিনি তালিকায় রয়েছেন পাঁচ নম্বরে। তাই ফাইনালের মঞ্চের পর শুভমনকে প্রতিযোগিতার রানের বিচারে তাঁর টপকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অঙ্কের বিচারে। তাই ফাইনালের পর আনুষ্ঠানিকভাবেই অরেঞ্জ ক্যাপ পাওয়া বাকি শুভমনের।
💤🧡💤 pic.twitter.com/YSBIzHer8i
— Shubman Gill (@ShubmanGill) May 27, 2023
আরও পড়ুন- আইপিএলের খেতাবি লড়াইয়ে মুখোমুখি গুজরাত-চেন্নাই, কে এগিয়ে, ফাইনাল জিতবে কোন দল?
এবারের আইপিএলে কমলা টুপির দৌড়ে আগাগোড়া এগিয়ে থেকে ফাফ ডু প্লেসি শেষ করেন ৭৩০ রানে। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে না ওঠায় ১৪ ম্যাচ খেলেই থামে তাঁর আইপিএল অভিযান।
আরও পড়ুন: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই