IPL Points Table : ইডেনে কলকাতা বধ করে পয়েন্ট তালিকার মগডালে গুজরাত, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট টেবিল ?
IPL 2023 : আইপিএলে এখনও একমাত্র দল হিসেবে ৬ ম্যাচে জিতেছে গুজরাত টাইটান্স। ৫ টি করে খেলায় জিতেছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংস।
কলকাতা : রিঙ্কু সিংহের পাঁচ ছক্কায় হাতছাড়া হয়েছিল ঘরের মাঠের ম্যাচ। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) এসে অ্যাওয়ে ম্যাচে অবশ্য কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) টেক্কা দিয়ে গেল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। কেকেআরকে ৭ উইকেটে হারিয়ে এবারের আইপিএল (IPl 2023) অভিযানে প্রথম কোনও দল হিসেবে ৬ নম্বর ম্যাচে জিতল গতবারের চ্যাম্পিয়নরা। ৮ নম্বর ম্যাচের মধ্যে ছয় নম্বর জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স।
লিগ তালিকায় তিন নম্বরে থেকে ইডেনে খেলতে নেমেছিলেন হার্দিক পাণ্ড্য-শুভমন গিলরা। সেখান থেকে মূল্যবান ২ পয়েন্টের সুবাদে লিগতালিকায় ২ ধাপ উপরে উঠে এই মুহূর্তে পয়েন্ট তালিকার মগডালে তারা। পাশাপাশি দুরন্ত মেজাজে রান তাড়া করার সুবাদে + ০.৬৩৮ ভাল রান রেটও এই মুহূর্তে গুজরাতের দখলে। অপরদিকে, লিগ অভিযানে নবম ম্যাচে ছয় নম্বর হারের জেরে লিগ তালিকার সাত নম্বরেই থাকল কেকেআর। শুধু তাই নয়, রান রেটে আরও কিছুটা পিছলও তারা। এই মুহূর্তে যা - ০.১৪৭। গুজরাতের কাছে হারের জেরে এবারের আইপিএলের প্লে-অফের দৌড়ে কার্যত খাদের কিনারে এসে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স। লিগপর্বের শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিততে না পারলে নীতীশ রাণা-আন্দ্রে রাসেলদের প্লে-অফে খেলার সম্ভাবনা নেই। তাই আপাতত কেকেআরের সামনে পাঁচটি মরণ-বাঁচন ম্যাচ।
এদিকে, গুজরাত পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ায় দুই নম্বরে নেমে গেল রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে ১০ পয়েন্টের পাশাপাশি + 0.৯৩৯ রান রেটের সুবাদে পয়েন্ট তালিকার দুই নম্বরে তারা। ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসও। যথাক্রমে + 0.৮৪১ ও + 0.৩৭৬ রান রেটের সুবাদে লিগ তালিকার তিন ও চার নম্বরে রয়েছে লখনউ ও চেন্নাই ব্রিগেড।
আরও পড়ুন- 'করব, লড়ব, জিতব রে'-র শহরে 'আভা দে'-র জয়োধ্বনি, ৭ উইকেটে পরাস্ত কেকেআর
এদিকে, ৪টি ম্যাচ জেতার সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। লখনউয়ের কাছে হেরেও ছয় নম্বরে থাকলেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৮ ম্যাচের মধ্যে ৪ টি জিতেছেন। হেরেছেন ৪ টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে বেশ কিছুটা পিছিয়ে গেল পাঞ্জাব। এই মুহূর্তে যা - ০.৫১০। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসে হারিয়ে তালিকার নয় থেকে আট নম্বরে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। নয় নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। ৮ ম্যাচের ৬টিতেই হেরে একেবারের শেষে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে