IPL 2023 Purple Cap : শীর্ষে শামি, জমে উঠছে পার্পল ক্যাপের লড়াই
IPL 2023 : তালিকায় দ্বিতীয় স্থানে তুষার দেশপাণ্ডে।
হায়দরাবাদ : শেষ ল্যাপে কে দেবে কাকে টেক্কা ? কার্যত বিজেস এন্ডের দিকে এগোচ্ছে এবারের আইপিএল (IPL 2023)। কোন চারটি দল প্লে-অফের লড়াইয়ে জায়গা করে নেবে, তা নিয়ে জারি তীব্র লড়াই। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার যেমন তীব্র লড়াই, তার থেকেও হাড্ডাহাড্ডি ডুয়েল পার্পল ক্যাপের (IPL Purple Cap) জন্য। সর্বোচ্চ উইকেটশিকারি কে হবেন, তা নিয়ে ধুন্ধুমার লড়াইয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের বোলাররা। এই মুহূর্তে যে তালিকায় সবার উপরে মহম্মদ শামি (Mohammed Shami)।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচে মোট ১৭টি উইকেট নিয়ে মহম্মদ শামি পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) ইকোনমি ৭.০৫। যে বিচারেই আপাতত সবার থেকে এগিয়ে থেকে বেগুনি টুপি ভারতীয় দলের পেসারের দখলে। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার তুষার দেশপাণ্ডেও (Tushar Deshpande) সমসংখ্যক উইকেট নিয়েছেন। তবে তাঁর ইকোনমি বেশি হওয়ায় তিনি পার্পল ক্যাপের দৌড়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি তুষার খেলে ফেলেছেন ১০ ম্যাচ।
সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে উঠে রয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। চার নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ১০ ম্যাচে খেলে পেসার অর্শদীপ সিংহের ঝুলিতে আপাতত ১৬ টি উইকেট। আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) স্কোয়াডে আইপিএল শুরুর ঠিক আগে জায়গা করে নেওয়ার পর আপাতত বল হাতে ভেলকি দেখাচ্ছেন অভিজ্ঞ স্পিনার পীযূষ। ৯ ম্যাচে ১৫ উইকেট মুম্বইয়ের হয়ে খেলা স্পিনারের। তাঁর ইকোনমি ৭.২৮। আর সেজন্যই মহম্মদ সিরাজকে টপকে তালিকায় এগিয়ে তিনি। পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে তালিকায় আপাতত পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) পেসার। ৯ ম্যাচে ১৫ সিরাজের। ইকোনমি ৭.৩৭। আর ৮.৫৫ ইকোনমি রশিদ খানের। গুজরাত টাইটান্সের স্পিনারের ঝুলিতেও ৯ ম্যাচের পর ১৫ উইকেট। তালিকায় ছয় নম্বরে তিনি।
আরও পড়ুন- অরেঞ্জ ক্যাপ এখনও ডুপ্লেসির, সর্বোচ্চ স্কোরার হওয়ার দৌড়ে আর কারা?
পার্পল ক্যাপের তালিকায় রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী রয়েছেন যথাক্রমে সাত ও আট নম্বরে। দুই স্পিনারেরই ১০ ম্যাচের শেষে ১৪ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন (১৩) ও রবি বিষ্ণোই (১২) তালিকার নয় ও দশ নম্বরে।
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস