IPL 2023 Orange Cap : বেঙ্কটেশ, ধবনকে টেক্কা, অরেঞ্জ ক্যাপের নতুন মালিক ডু প্লেসি
IPL 2023 : মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেডের বিরুদ্ধে ৫ টি বাউন্ডারি ও- ৪ টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। যার সুবাদে ৫ নম্বর ম্যাচের পর আপাতত ফাফের ঝুলিতে ২৫৯ রান।
ব্যাঙ্গালোর : শিখর ধবনকে (Shikhar Dhawan) গতকালই টপকেছিলেন বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) । সোমবার কেকেআরের তারকা ব্যাটসম্যানকে টপকে গেলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) সিএসকে-র দেওয়া রানের পাহাড় টপকানোর কাজ সম্পূর্ণ না করতে পারলেও ব্যক্তিগত রানের ভিত্তিতে আরসিবি অধিনায়ক আপাতত টপকে গেলেন সবাইকে। যার সুবাদে আইপিএলের (IPL 2023) নতুন অরেঞ্জ ক্যাপের অধিকারী আপাতত প্রোটিয়া ব্যাটার ডু প্লেসি।
এবারের আইপিএলে ৪ ম্যাচে ১৯৭ রান বানিয়ে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সাত নম্বরে থেকে সিএসকে ম্যাচে খেলতে নেমেছিলেন ফাফ। মহেন্দ্র সিংহ ধোনি ব্রিগেডের বিরুদ্ধে ৫ টি বাউন্ডারি ও- ৪ টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডু প্লেসি। যার সুবাদে ৫ নম্বর ম্যাচের পর আপাতত ফাফের ঝুলিতে ২৫৯ রান। এবারের আইপিএলে কোনও ব্যাটারের ঝুলিতে যা সর্বোচ্চ। যদিও এদিনের ম্যাচে করা রানের থেকেও এক ইনিংসে সর্বোচ্চ রান আগেই করেছেন ফাফ। অপরাজিত ৭৯ রান।
এবারের আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে শিখর ধবনের। আইপিএলে ৪ ম্যাচে ২৩৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১১৬.৫! রয়েছে দুটি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? অপরাজিত ৯৯ রান। অরেঞ্জ ক্যাপ এতদিন ছিল তাঁর দখলেই। তবে রবিবার সিংহাসনচ্যুত হয়েছেন ধবন। এক নম্বরে উঠে এসেছিলেন বেঙ্কটেশ আইয়ার। ৫ ম্যাচে ২৩৪ রান করেছেন নাইট তারকা। সর্বোচ্চ ১০৪। যা ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। একটি সেঞ্চুরি। একটি হাফসেঞ্চুরি। দুর্দান্ত স্ট্রাইক রেট। ১৭০.৮। ফাফ তাঁকে টপকে ফেলায় আপাতত অরেঞ্জ ক্যাপের তালিকায় দু'নম্বরে নেমে গেলেন বেঙ্কটেশ।
যে তালিকায় চার নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল (Subhman Gill)। ৫ ম্যাচে ২২৮ রান করেছেন গুজরাত টাইটান্সের ওপেনার। ১৩৯.৮৭ স্ট্রাইক রেট রেখে। পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর দল দিল্লি ক্যাপিটালস টানা পাঁচ ম্যাচ হেরে বিপাকে। তবে ৫ ম্যাচে ২২৮ রান করেছেন ওয়ার্নার। তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৬৫। ব্যাটিং গড় ৪৫.৬০। তবে ১১৬.৯২ স্ট্রাইক রেটে রান করেছেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটের নিরিখে বেশ মন্থর। এদিন ব্যর্থ হলেও তালিকায় ছয় নম্বরে বিরাট কোহলি। ৫ ম্যাচে ২২০ রান কোহলির।
আরও পড়ুন- হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বড় লাফ, ৩ নম্বরে সিএসকে, কী দাঁড়াল আইপিএলের পয়েন্ট তালিকা