Sports Highlights : শুভমনের দাপটে জয় গুজরাতের, নামছে নাইটরা, জরিমানা অশ্বিনের
IPL Top News : একঝলকে দেখে নিন খেলার দুনিয়ার সারাদিনের সব গুরুত্বপূর্ণ খবর।
কলকাতা : শুভমন গিলের দুরন্ত অর্ধশতরানে ভর করে পাঞ্জাব কিংসকে হারাল গুজরাত টাইটান্স। জয়ের রাস্তায় ফেরার পথে গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের বোলাররা দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন। এদিকে, গুজরাত বধের পর শুক্রবার ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। জোরকদমে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি সারল দুই শিবিরই। এদিকে, চেন্নাই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের। একঝলকে দেখে নিন খেলার দুনিয়ার সারাদিনের সব গুরুত্বপূর্ণ খবর।
জয় গুজরাতের
জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। রান তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দুরন্ত অর্ধশতরানে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করলেন শুভমন গিল (Subhman Gill)। ম্যাচের শেষ ওভারে স্যাম কারানের বলে উইকেট হারানোর আগে ৪৯ বলে ৬৭ রান করেন তিনি। যার সুবাদে ৬ উইকেটে ম্যাচ জেতে গুজরাত। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের দুরন্ত বোলিং সামলে ১৫৩ রানের লড়াকু টার্গেট খাড়া করে পাঞ্জাব কিংস। যা শেষপর্যন্ত এক বল বাকি থাকতেই টপকে যায় গুজরাত।
জোরাল অনুশীলনে নাইট-হায়দরাবাদ
ইডেনের পিচে আরসিবির বিরুদ্ধে নাইটদের খেলা দেখেছেন। নারাই, বরুণ জুটিই শুধু নয়। নতুন সংযোজন সুয়াশ শর্মার ভেল্কিও সামলাতে নাস্তানাবুদ হতে হয়েছিল বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিকে। আবার আগামীকাল নাইটরা (KKR) নামবে সেই ইডেনে। এবার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। কমলা ব্রিগেডের স্পিন বোলিং কোচ তিনি। তিনি কিংবদন্তি মুত্থাইয়া মুরলিথরন। বৃহস্পতিবার নেটে সানরাইজার্সের অনুশীলনে দেখা গেল দীর্ঘক্ষণ নেটে বল করে গেলেন মুরলি। সুনীল নারাইন, বরুণদের সামলানোর লড়াই, সানরাইজার্সের নেটে নিজেই বল হাতে নেমে পড়লেন মুরলিথরন। এদিকে, গুজরাতকে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটতে থাকা নাইট শিবিরও চালাল জোরাল অনুশীলন।
জরিমানা অশ্বিনের
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিনি। টানটান থ্রিলার শেষে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩ রানে জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচ সেরার পুরস্কারও গিয়েছিল ঝুলিতে। তবে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে জনসমক্ষে মুখ খোলায়, বলা ভাল বিরক্তি প্রকাশ করায় ম্যাচ ফি-র ২৫ শতাংশ কাটা গেল রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Aswin)। আইপিএলের (IPL) কোড অফ কনডাক্ট ভাঙার দায়ে লেভেল ওয়ান দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। আম্পায়ারদের বল-বদলের সিদ্ধান্তে তিনি 'হতবাক' বলে ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন অশ্বিন, যারই খেসারত হিসেবে ম্যাচ ফি-র ২৫ শতাংশ খোয়াতে হল তাঁকে।
তুঙ্গে ধোনি-জনপ্রিয়তা
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) এখনও আইপিএলে (IPL 2023) খেলা চালিয়ে যাচ্ছেন। গোটা বিশ্বে প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভক্তের অভাব নেই। যেহেতু ধোনি বর্তমানে আইপিএল বাদে আর কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না, তাই তাঁর কোটি কোটি অনুরাগী মাহিকে ব্যাট হাতে দেখতে আইপিএলের অপেক্ষা করে থাকেন। ধোনির জনপ্রিয়তা ঠিক কতটা, তা আবারও বুধবার, ১২ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings vs Rajasthan Royals) ম্যাচে প্রমাণ হয়ে গেল।
আরও পড়ুন- রাসেলের ছক্কার ঝড়, একের পর এক বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে