IPL 2024: 'শর্মাজি কা বেটা' খেলবেন বিশ্বকাপে? বিরাট পূর্বাভাস ভারতের প্রাক্তন ক্রিকেটারের
Abhishek Sharma: চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৪৭৩ রান। তিনটি হাফসেঞ্চুরি। দুশোর ওপর স্ট্রাইক রেট রেখে রান করছেন অভিষেক। নিজের ইউটিউব চ্যানেলে অভিষেকের দরাজ প্রশংসা করেছেন আকাশ।
আমদাবাদ: এবারের আইপিএলের (IPL 2024) আগে পর্যন্ত তাঁর নাম বড় একটা কেউ শুনেছেন বলে মনে হয় না। তবে আইপিএলের চূড়ান্ত পর্বে এসে যে তরুণ ব্যাটারকে নিয়ে সবচেয়ে বেশি হইচই হচ্ছে, তিনি অভিষেক শর্মা (Abhishek Sharma)। সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) ক্রিকেটার। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে। ট্র্যাভিস হেডের সঙ্গে তাঁর ওপেনিং জুটি প্রতিপক্ষ বোলিংয়ের সামনে ত্রাসের সমান। যে জুটিকে ভালবেসে ট্র্যাভিষেক নামে ডাকছেন ক্রিকেটপ্রেমীরা।
এবার সেই অভিষেককে নিয়ে বড় পূর্বাভাস করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। যিনি আইপিএলে ধারাভাষ্যকার হিসাবেও কর্মরত। জানিয়ে দিলেন, এভাবে খেলতে থাকলে দ্রুতই অভিষেককে দেখা যাবে ভারতের জাতীয় দলে।
চলতি আইপিএলে ১৫ ম্যাচে ৪৭৩ রান। তিনটি হাফসেঞ্চুরি। দুশোর ওপর স্ট্রাইক রেট রেখে রান করছেন অভিষেক। নিজের ইউটিউব চ্যানেলে অভিষেকের দরাজ প্রশংসা করেছেন আকাশ।
এবারের আইপিএলের সময় একটি বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়েছে। যে বিজ্ঞাপনের তিন চরিত্র রোহিত শর্মা, কে এল রাহুল ও সুনীল শেট্টি। ঘটনাচক্রে, সুনীল সম্পর্কে কে এল রাহুলের শ্বশুর। বিজ্ঞাপনে অভিনেতা সুনীলকে বলতে শোনা যায়, আজ সে শর্মাজি কা বেটা মেরা বেটা। রাহুলকে শুনিয়ে শুনিয়ে সেই কথা বলেন সুনীল।
এবার আকাশ চোপড়ার কথাতেও সেই বিজ্ঞাপনের সুর। অভিষেকের প্রশংসা করে আকাশ বলেছেন, 'অভিষেক শর্মা উঠতি তারা। পাঞ্জাবের সঙ্গে হায়দরাবাদের ম্যাচে প্রথম বলেই ট্র্যাভিস হেডের উইকেট হারিয়েছিল ওরা। কিন্তু উইকেটের অন্য প্রান্তে কী হল তাতে অভিষেকের খুব একটা কিছু যায় আসেনি। ও ক্রিজে ভয়ডরহীন ও সহজাত ক্রিকেটই খেলেছে। আমি বলে দিচ্ছি শর্মাজির বেটা ৪৫ দিনের মধ্যে ভারতের হয়ে খেলবে।'
View this post on Instagram
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। আকাশ বলেছেন, 'আমার মনে জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরে ওই ভারতের ইনিংস ওপেন করবে। স্পিনের বিরুদ্ধেও খুব ভাল খেলে।'
আরও পড়ুন: 'বয়সের জন্য আমাকে কেউ ছাড় দেয় না', নিজের নতুন শখের কথাও জানালেন ধোনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।