GT vs RCB Innings Highlights: শাহরুখ-সুদর্শন ব্যাটের ঝড়ে আরসিবিকে ২০১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল গুজরাত
IPL 2024: রবিবার আমদাবাদে শাহরুখের ব্যাটের ঝড়েই মুখরক্ষা হল গুজরাত টাইটান্সের।
আমদাবাদ: একটা সময় তাঁর নাম নিয়ে মজা করেছিলেন প্রীতি জিন্টা। পাঞ্জাব কিংসে তাঁকে নেওয়ার পর প্রীতি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'শাহরুখ এবার আমার দলের হয়ে ক্রিকেট খেলবে।'
তামিলনাড়ুর সেই ক্রিকেটার শাহরুখ খান (M Shahrukh Khan) এখন খেলেন গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। রবিবার আমদাবাদে তাঁর ব্যাটের ঝড়েই মুখরক্ষা হল গুজরাত টাইটান্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (GT vs RCB) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে গুজরাত তুলল ২০০/৩।
রান পাননি শুভমন গিল (Shubman Gill)। ১৯ বলে ১৬ রান করে ফিরে যান। ঋদ্ধিমান সাহাও ব্যর্থ। মাত্র ৫ রান করে ফিরলেন। তবে সেই খামতি ঢেকে দিলেন শাহরুখ খান। ৩০ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন। ৪৯ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংসে আরসিবি বোলিংকে বিঁধলেন সাই সুদর্শনও। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে গুজরাত তুলল ২০০/৩।
তৃতীয় উইকেটে ৪৫ বলে ৮৬ রানের পার্টনারশিপে আরসিবি বোলিংকে চাপে ফেলে দেন সুদর্শন ও শাহরুখই। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ৩৬ বলে ৬৯ রান যোগ করলেন সুদর্শন ও ডেভিড মিলার। চলতি আইপিএলে ছন্দে নেই মহম্মদ সিরাজ়। একটা সময় আইপিএল খেলেই যিনি পরিচিতি পেয়েছিলেন। সেই সিরাজ় এদিন প্রথমবার ব্যাটারদের বেশ বিব্রত করলেন। শাহরুখ খানকে বোল্ড করে দেখালেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেলিব্রেশনও। তবু দুশোর কমে বেঁধে রাখতে পারলেন না গুজরাত ব্যাটিংকে।
Innings Break!#GT set a 🎯 of 2️⃣0️⃣1️⃣ with counter attacking fifties from the middle order! 👌
— IndianPremierLeague (@IPL) April 28, 2024
Chase starts 🔜 with #RCB on the hunt for consecutive wins! 🙌
Scorecard ▶️ https://t.co/SBLf0DonM7#TATAIPL | #GTvRCB pic.twitter.com/3ZvPpkYdPX
আইপিএলে স্কোরবোর্ডে অন্তত দুশো রান ওঠা যেন দস্তুর হয়ে গিয়েছে। এমনকী, আড়াইশো রানও তাড়া করে ম্যাচ জিতছে দলগুলি। মহম্মদ শামি নেই। রশিদ খানের বলে সেই পরিচিত ধার দেখা যাচ্ছে না। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের সামনে ম্যাচ বাঁচাতে কঠিন পরীক্ষা দিতে হবে গুজরাতের বোলিংকে। বিরাটরাও মরিয়া থাকবে যে কোনও প্রকারে ২ পয়েন্ট জোগাড় করে ভেসে থাকতে। শেষ হাসি তোলা রয়েছে কাদের জন্য?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।