Gautam Gambhir: স্নেহাশিসের উদ্যোগে ইডেন বেল বাজাতে পারেন গম্ভীর, ম্যাচ জিতে কি শাহরুখকে উপহার?
Eden Gardens: ক্লাব হাউসের লোয়ার টিয়ারে রয়েছে ইডেন বেল। প্রত্যেক ম্যাচ শুরু হওয়ার আগে যে বেল বাজিয়ে খেলার উদ্বোধন করেন প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার।
সন্দীপ সরকার, কলকাতা: তাঁর নেতৃত্বে দু-দুবার আইপিএল (IPL) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২ ও ২০১৪ - কেকেআরের সোনালি অধ্যায়ের সারথী ছিলেন তিনি। সেই গৌতম গম্ভীর কেকেআরের দ্বিতীয় ইনিংস শুরু করেই পেয়ে গেলেন আর এক স্বীকৃতি। শনিবার, ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ, বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। সেি ম্যাচ শুরুর আগে ইডেন বেল বাজানোর ডাক পেলেন গম্ভীর।
ক্লাব হাউসের লোয়ার টিয়ারে রয়েছে ইডেন বেল। প্রত্যেক ম্যাচ শুরু হওয়ার আগে যে বেল বাজিয়ে খেলার উদ্বোধন করেন প্রাক্তন বা বর্তমান কোনও ক্রিকেটার। কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাওস্কর থেকে শুরু করে রাহুল দ্রাবিড় - অনেকেই ইডেন বেল বাজিয়েছেন। এবার সেই বেল বাজিয়ে ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের বোধন ঘটাতে চলেছেন গম্ভীর। সব কিছু ঠিকঠাক চললে কেকেআরের মেন্টরই শনিবার লোয়ার টিয়ারে গিয়ে ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করবেন।
গোটা পরিকল্পনার নেপথ্যে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দকে তিনি বলছিলেন, 'ইডেন বেল ভীষণই আবেগের, ঐতিহ্যের। অনেক বড় ক্রিকেটার এর আগে ইডেন বেল বাজিয়েছেন। এবার আমরা গৌতম গম্ভীরকে দিয়ে ইডেন বেল বাজানোর উদ্যোগ নিয়েছি। কেকেআরের মেন্টর হয়ে ফিরেছেন গম্ভীর। ইডেনে ম্যাচ খেলে আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। ফলে দারুণ একটা আবহ অপেক্ষা করে রয়েছে।'
কেকেআর শিবিরে স্নেহাশিস নিজে গিয়ে গম্ভীরকে দিয়ে ইডেন বেল বাজানোর প্রস্তাব দিয়ে এসেছেন। এবার কেকেআর শিবিরের সবুজ সংকেত দেওয়ার পালা।
শনিবারের ম্যাচ গম্ভীরের নিজের কাছেও বেশ তাৎপর্যপূর্ণ। ইডেনে কেকেআরের হয়ে নিজের দ্বিতীয় ইনিংস আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাঁর। মেন্টর হিসাবে কেকেআরের প্র্যাক্টিসেও শুক্রবার মধ্যমণি ছিলেন দিল্লির প্রাক্তন বাঁহাতি ব্যাটার। কখনও বেঙ্কটেশ আইয়ারকে ডেকে নিয়ে কোথায় ভুল-ত্রুটি হচ্ছে, ধরিয়ে দিলেন। কখনও আবার অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে পড়লেন। কেকেআরের প্র্যাক্টিসের ফাঁকে মাঠে টিম হাডলেও প্রধান বক্তা হয়ে রইলেন গম্ভীরই। শনিবার মাঠে আসছেন শাহরুখ খান। তাঁর সামনে প্রিয় গৌতি কি ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া থাকবেন না?
আরও পড়ুন: IPL Exclusive: ইডেনে ক্রিকেট আর বিনোদনের ককটেল, কেকেআরের হয়ে গলা ফাটাতে মাঠে থাকবেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে