KKR vs MI: শাহরুখ যদি নাও আসেন শনিবার ইডেন মাতাতে তৈরি ক...ক...ক..ক... কিরণ
IPL 2024: শনিবার তিলোত্তমায় ভারি বৃষ্টি নাও হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। তবে পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি নাও হতে পারে।
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) ম্যাচে তিনিই সব সময় সেরা আকর্ষণ থেকেছেন। ইডেনে (Eden Gardens) কেকেআরের ম্যাচ থাকলেই গ্যালারি হা পিত্যেশ করে চেয়ে থাকে বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনির দিকে। কখন তিনি, শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan) এসে দাঁড়াবেন। হাত নাড়বেন, চুমু ছুড়ে দেবেন। আর গর্জন করে উঠবে গ্যালারি।
তবে চলতি আইপিএলে ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচে হয়তো আসছেন না শাহরুখ। কিংগ-শো থেকে তাই হয়তো বঞ্চিতই থাকবে ইডেন। তবে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নাইটদের হয়ে গলা ফাটাতে আসছেন দলের মালকিন। সুপারহিট ডর সিনেমার সংলাপে খোদ শাহরুখ যাঁকে ক...ক...ক...ক... কিরণ বলে সাড়া ফেলে দিয়েছিলেন।
জুহি চাওলা। চলতি মরশুমে যিনি প্রথমবার মাঠে থেকে কেকেআরের খেলা দেখবেন। সমর্থন করবেন। শুক্রবারই যে কারণে শহরে পৌঁছে গেলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার দুপুর থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল কলকাতায়। কয়েকটি অংশে শিলাবৃষ্টিও হয়েছিল। যে কারণে দুই দলের প্র্যাক্টিসও বাতিল করা হয়েছিল। শুক্রবারও কলকাতার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। যদিও ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসে সমস্যা হয়নি। তবে শনিবার তিলোত্তমায় ভারি বৃষ্টি নাও হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে ম্যাচে বিঘ্ন ঘটতে পারে। তবে পুরো ম্যাচ ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি নাও হতে পারে। ক্রিকেটপ্রেমীরাও সেই প্রার্থনাই করবেন।
এমনিতেই প্রত্যেক আইপিএলে তিনটি ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে অবশ্য ফর্ম্যাটের কারণে ইডেন ধোনি দর্শন থেকে বঞ্চিত হয়েছে। সিএসকের সঙ্গে কেকেআরের ম্যাচ হয়েছিল চিপকে। কলকাতায় ধোনিদের ম্যাচ পড়েনি। তবে আরসিবি ও বিরাট কোহলিদের ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছিল। আর উন্মাদনার পারদ তুঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ নিয়ে। টিকিটের জন্য হাহাকার। সিএবি কর্তাদের অনেকেই ফোন বন্ধ করে রেখেছেন। অনেকে নিরূপায় হয়ে বলছেন, টিকিট নিঃশেষ। দেখে কে বলবে যে, যুযুধান দুই দলের মধ্যে এক দল প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলেছে। আর এক দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
রোহিত-দর্শনের সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলার ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: গোয়েঙ্কা-রাহুল বিতর্কের মধ্যেই কেকেআর তারকার স্বীকারোক্তি, হারলেও দলকে আগলে রাখেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।