Shreyas Iyer: প্রণাম করে কয়েন ছুড়লেন, টসও জিতলেন, ইডেনে হিট শ্রেয়সের টোটকা
KKR 2024: কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক টসের সময় যা করলেন, তা সচরাচর দেখা যায় না।
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বাস, সংস্কারের আজব অনেক নমুনা ক্রিকেট মাঠে দেখা যায়। অনেক কিংবদন্তি ক্রিকেটারেরাও সাফল্যের মন্ত্র হিসাবে অনেক অন্ধবিশ্বাস মেনে চলেন। কেউ ব্যাটিংয়ের আগে প্যাড পরার সময় আগে বাঁ পায়ের প্যাড পরেন। কেউ মাঠে ঢোকার সময় আগে ডান পা রাখেন সীমানার ভিতরে। এছাড়া জার্সির বিশেষ নম্বর, পকেটে বিশেষ রুমাল, কিটব্যাগে নির্দিষ্ট ছবি, স্পেশ্যাল ব্যাটে ব্যাটিং, বিশেষ প্রান্ত থেকে বোলিং - ক্রিকেটারদের সঙ্গে কথা বললে এরকম হাজারো সংস্কারের গল্প শোনা যায়।
কিন্তু কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক টসের সময় যা করলেন, তা সচরাচর দেখা যায় না। রবিবার বাংলার নববর্ষে ইডেনে মুখোমুখি কেকেআর ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। সেই ম্যাচের আগে টস করতে নামলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গোটা গ্যালারি গর্জন করে উঠল, কেকেআর, কেকেআর...। প্রতিপক্ষ অধিনায়ক কে এল রাহুল নন, টসের কয়েন ছুড়লেন শ্রেয়স। তবে তার আগে অদ্ভূত এক টোটকা প্রয়োগ করলেন।
হাতের বাঁহাতের চেটোর উল্টো দিকে কয়েন রেখে তা মাথায় ছুঁইয়ে নিলেন শ্রেয়স। তারপর ডানহাতে মুদ্রা ছুড়লেন। কল করলেন রাহুল। কিন্তু জিতলেন শ্রেয়স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক।
শ্রেয়স বললেন, 'আমরা প্রথমে বোলিং করব।' যোগ করলেন, 'এখানকার দর্শকেরা দারুণ। কলকাতার বাইরে থাকলে এটারই অভাব টের পাই। ঘরের মাঠে নামতে পেরে ভাল লাগছে। আগের ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে। তবে আমরা পেশাদার আর সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হয়।'
It's Match no 2️⃣8️⃣! 👏 👏
— IndianPremierLeague (@IPL) April 14, 2024
Kolkata Knight Riders 🆚 Lucknow Super Giants
Which team will get 🔙 to winning ways ? 🤔
Follow the Match ▶ https://t.co/ckcdJJTe3n #TATAIPL | #KKRvLSG pic.twitter.com/XQ5QAey6hG
প্রথমে ফিল্ডিং করার জন্য রিঙ্কু সিংহকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাচ্ছে কেকেআর। শুরুতে খেলছেন পেসার হর্ষিত রানা। ব্যাটিং করার সময় তাঁর পরিবর্তে নামবেন রিঙ্কু। তাঁর মতো দুরন্ত ফিল্ডারকে শুরুতে নামানো হল না কেন? শুধু ফিল্ডিংয়েই বেশ কিছু রান বাঁচিয়ে দিতে পারেন তিনি। শোনা গেল, রিঙ্কু পুরো ফিট নন। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।