Sunil Narine: পাঁচশো টি-টোয়েন্টি! মাইলফলক স্পর্শ করলেন কেকেআরের স্পিনার
KKR 2024: বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসাবে পাঁচশো টি-টোয়েন্টি খেলার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিস্ময় স্পিনার। তালিকায় তাঁর আগের তিনজনের মধ্যে দুজনই স্বদেশীয়।
বেঙ্গালুরু: তিনি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিস্ময় স্পিনার। তাঁর ঘূর্ণির জালে আটকে হাঁসফাস করেননি, এমন ব্যাটার খুঁজে পাওয়া দুষ্কর। সেই সুনীল নারাইন (Sunil Narine) শুক্রবার এক মাইলফলক স্পর্শ করলেন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR) দ্বৈরথ নারাইনের টি-টোয়েন্টি কেরিয়ারের পাঁচশোতম ম্যাচ। বিশ্বের মাত্র চতুর্থ ক্রিকেটার হিসাবে পাঁচশো টি-টোয়েন্টি খেলার নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিস্ময় স্পিনার। তালিকায় তাঁর আগের তিনজনের মধ্যে দুজনই স্বদেশীয়। ৬৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তালিকার শীর্ষে কায়রন পোলার্ড। যিনি এখন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কোচ হিসাবে কর্মরত। ডোয়েন ব্র্যাভো খেলেছেন ৫৭৩টি টি-টোয়েন্টি ম্যাচ। তিনি তালিকায় দুইয়ে। ব্র্যাভোও ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন কোচিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যে দলের হয়ে আইপিএলে দীর্ঘদিন খেলেছেন, সেই চেন্নাই সুপার কিংসের সহকারী কোচ ব্র্যাভো। ৫৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।
২০১২ ও ২০১৪ - কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যেও ছিল নারাইনের বোলিং। একটা সময় তিনি ব্য়াটারদের এমনই বিভ্রান্ত করে দিতেন যে, তাঁর কোন বল পড়ে ভিতরে আসবে আর কোনটা বাইরে বেরবে, ঠাহর করে উঠতে পারতেন না কেউই। কিছু বুঝে ওঠার আগেই উইকেট চলে যেত। তাঁর চার ওভার ছিল কেকেআরের ব্রহ্মাস্ত্র। কত ম্যাচ যে তিনি ওই চার ওভারে ঘুরিয়ে দিয়েছেন, গুণে শেষ করতে পারবেন না নারাইন নিজেও।
বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়েছেন। আইপিএলেও তাঁর অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়েছিল। তবে কেকেআর তাঁর পাশেই ছিল। বোলিং অ্যাকশন বদলে ফিরেছেন নারাইন। অনেকে বলেন, তাঁর বলের ধারও নাকি কমেছে। যদিও কেকেআরের স্পিন বোলিং আক্রমণকে এখনও নেতৃত্ব দিচ্ছেন নারাইনই।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ৫৩৬ উইকেট নিয়েছেন (কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে পর্যন্ত পরিসংখ্যান) নারাইন। একবার ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজিরও রয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সেরা বোলিং ১৯/৫। ব্যাট হাতে ৩৭৩৬ রানও রয়েছে নারাইনের। বড় শট মারতে পারেন। তাঁকে ওপেনও করিয়েছে কেকেআর। পাঁচশোতম ম্যাচ নারাইন কি স্মরণীয় করে রাখতে পারবেন? দেখার অপেক্ষায় নাইট ভক্তরা।
আরও পড়ুন: ২০ বছর পর পর্দায় ফের একসঙ্গে সৌরভ-ডোনা, স্ত্রীকে কী চমক দিলেন দাদা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে