(Source: ECI/ABP News/ABP Majha)
Mayank Yadav: ৪ ওভার বল করতে পারলেন না, ফের মাঠের বাইরে, ময়ঙ্ককে নিয়ে বড় আপডেট দিলেন লখনউয়ের কোচ
IPL 2024: প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর লখনউ দল থেকে জানানো হয়েছিল যে, সম্পূর্ণ ফিট ডানহাতি ফাস্টবোলার। পাঁচ ম্যাচ বাইরে থাকার পর মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ময়ঙ্ক।
লখনউ: সপ্তদশ আইপিএলের (IPL 2024) শুরুতেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বলের গতিতে নাস্তানাবুদ করে দিয়েছিলেন ব্যাটারদের। চলতি আইপিএলের দ্রুততম বলটিও করেছিলেন তিনিই।
তবে চোট পেয়ে ময়ঙ্ক যাদব (Mayank Yadav) মাঠের বাইরে চলে যান। প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর লখনউ সুপার জায়ান্টস (LSG) দল থেকে জানানো হয়েছিল যে, সম্পূর্ণ ফিট ডানহাতি ফাস্টবোলার। পাঁচ ম্যাচ বাইরে থাকার পর মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন ময়ঙ্ক। কিন্তু তিনি নিজের চার ওভার সম্পূর্ণ করতে পারেননি। চতুর্থ ওভারের একটি বল করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার ময়ঙ্ককে নিয়ে বড় আপডেট দিয়েছেন। বলেছেন, 'মনে হয়, আগে যেখানে চোট পেয়েছিল সেখানেই আবার আঘাত পেয়েছে। সেই জায়গাই আবার ফুলে গিয়েছে। তবে ওর রিহ্যাবে কোনও সমস্যা হয়নি। গত সপ্তাহে কোনও রকম ব্যথা ছাড়াই বল করেছে। আজও শুরু থেকে দেখে ওকে ভাল লাগছিল। আপাতত ওর স্ক্যান করা হবে। তার পরেই বুঝতে পারব ওর কী হয়েছে।'
আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার গতিবেগে বল করে শিরোনামে উঠে এসেছিলেন ময়ঙ্ক। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিবেগে বল করে নজির গড়েন ময়ঙ্ক। তার পরেই চোট পেয়ে ছিটকে যান।
Who else than the purple-cap holder himself with some valuable advice for budding pacers 🤗#TATAIPL | #LSGvMI | @mipaltan | @LucknowIPL | @Jaspritbumrah93 pic.twitter.com/592BTpK6ru
— IndianPremierLeague (@IPL) April 30, 2024
মঙ্গলবার ঘরের মাঠে মুম্বইয়ের বিপক্ষে প্রথম থেকে খুব একটা ছন্দে দেখা যাচ্ছিল না ময়ঙ্ককে। বোঝাই যাচ্ছিল যে, হয়তো পুরোপুরি ফিট নন তিনি। অনেকদিন পর মাঠে নামায় একটা আলাদা জড়তা কাজ করছিল। আশঙ্কাই সত্যি হল যখন মহম্মদ নবিকে আউট করার পরেও আর বোলিং করতে পারলেন না ময়ঙ্ক যাদব। নিজের চতুর্থ ওভারের প্রথম বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূল দলে ব্রাত্য, হতাশ রিঙ্কুকে আগলে রাখছেন স্বয়ং শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।