IPL 2024: অপরাজিত সঞ্জুদের বেগ দিতে আজ ২২ গজে নামছে গিলের গুজরাত, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
RR vs GT: একবার টুর্নামেন্টে খেলতে নামছে রাজস্থান। গুজরাত টাইটান্স গত দু মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিল। প্রথমবার চ্যাম্পিয়ন আর গতবার রানার্স আপ হয়েছিল হার্দিক পাণ্ড্যর দল।
জয়পুর: চলতি আইপিএলে(IPL 2024) একমাত্র দল হিসেবে এখনও অপরাজিত রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তিনটি ম্য়াচ জিতে এখনও পর্যন্ত ৬ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। আজ গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে আরও একবার টুর্নামেন্টে খেলতে নামছে রাজস্থান (Rajsthan Royals)। গুজরাত টাইটান্স গত দু মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিল। প্রথমবার চ্যাম্পিয়ন আর গতবার রানার্স আপ হয়েছিল হার্দিক পাণ্ড্যর দল।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্য়ালস বনাম গুজরাত টাইটান্স
ম্য়াচটি জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে ৭টায় টস আয়োজিত হবে।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।
রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে কোনও ম্য়াচ হারেনি। তিনটি ম্য়াচ খেলে এখনও পর্যন্ত সবগুলো ম্য়াচেই জিতেছে তারা। এর আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল স্যামসন বাহিনী। সেদিন অবশ্য সেঞ্চুরি করেও আরসিবিকে জেতাতে পারেননি বিরাট কোহলি। ৬৭ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। আইপিএলে বলের নিরিখে এটা যুগ্মভাবে মন্থরতম সেঞ্চুরি। ২০০৯ সালে আরসিবির জার্সিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মণীশ পাণ্ডে। কোহলির রবিবারের সেঞ্চুরিও এল ৬৭ বলেই।
শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। ১৫৬.৯৪ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। তবে সেঞ্চুরির মধ্যেও একটা কাঁটা বিঁধছে কোহলিকে। অনেকেই প্রশ্ন তুলছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যেরকম ঝোড়ো ব্যাটিং চলছে সর্বত্র, সেখানে কি কোহলির রান ওঠার গতি লম্বা ইনিংস খেলার সময় মন্থর হয়ে পড়ছে? দ্বিতীয়ার্ধে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাটলার। একটা সময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, ৯৪ রানে ক্রিজে ছিলেন বাটলার। আর রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১ রান। ক্যামেরন গ্রিনকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ইংরেজ তারকা। অন্য়দিকে, গুজরাত তাদের শেষ ম্য়াচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৯৯ রান বোর্ডে তুলেও জিততে পারেনি।