IPL 2024: আইপিএলে লজ্জার রেকর্ড কার্তিকের, পেরিয়ে গেলেন ম্যাক্সওয়েল-রোহিতকে
IPL 2024: আইপিএলে মোট ১৭ বার শূন্য রান করে আউট হয়েছেন ম্যাক্সওয়েল ও রোহিত।

নয়াদিল্লি: ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (নতুন নাম অরুণ জেটলি স্টেডিয়াম) দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে আচমকাই ঢুকে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। পরপর পাঁচ ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছেন ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিরা (Virat Kohli)। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলে ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফের দরজা খুলে ফেলতে পারে আরসিবি।
তবে এসবের মাঝেই লজ্জার এক রেকর্ড গড়লেন আরসিবি-র উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হলেন ডিকে। পেরিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মাকে। তাঁদের মধ্যে ম্যাক্সওয়েল আইপিএলে খেলেন আরসিবিতেই।
আইপিএলে মোট ১৭ বার শূন্য রান করে আউট হয়েছেন ম্যাক্সওয়েল ও রোহিত। কার্তিক মোট ১৮ বার শূন্য় করে আউট হলেন। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে ক্রিজে মাত্র ২ বল আয়ু ছিল ডিকে-র। খলিল আমেদের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে কোনও রান না করে ফিরে যান কার্তিক। আইপিএলে সবচেয়ে বেশিবার 'ডাক' এর মালিক হলেন তামিলনাড়ুর ক্রিকেটার।
Effort 💯 Vibes 💯 Love for this team ♾️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 13, 2024
Banter, Validation and Enjoying each other’s success. Here’s more from the dressing room after last night’s win. 🥹❤️#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvDC pic.twitter.com/GIsJzm3wEp
মোট ছটি দলের হয়ে আইপিএলে খেলেছেন ডিকে। আরসিবি-র আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। এছাড়াও খেলেছেন দিল্লি ক্যাপিটালসল, গুজরাত লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন কার্তিক। আইপিএলে মোট ২৫৫টি ম্যাচ খেলেছেন ডিকে। ২৩২ ইনিংসে ৪৮১৭ রান করেছেন তিনি। ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে রান করেছেন ডিকে। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য অনেক কম ম্যাচ খেলে, মাত্র ১৩২টি ম্যাচ খেলে ১২৭ ইনিংসে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। ২৫৬ ম্য়াচে ২৫১ ইনিংস খেলে রোহিত ১৭ বার কোনও রান করার আগেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন।
আরও পড়ুন: আইপিএল চলাকালীনই দেশে ফিরে গেলেন ইংরেজ তারকা, কেন আচমকা এই সিদ্ধান্ত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
