IPL 2024: দুরন্ত ফর্মে বিরাট, আরসিবির বিজয়রথ থামাতে কতটা সফল হবে পন্থহীন দিল্লি?
RCB vs DC: আজ নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি শিবিরে আজ পন্থ থাকছেন না।
বেঙ্গালুরু: একটা দল শুরুতে পরপর ম্য়াচ হেরে যাচ্ছিল। সেখান থেকে শেষ কয়েকটি ম্য়াচে জয়ের সরণিতে ফিরেছে আরসিবি (RCB)। বিরাট কোহলিই যার নেপথ্যে। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে যে ঝড় তুলছেন তিনি। তার জবাবে থাকছে না প্রতিপক্ষ দলের বোলারদের কাছে। আজ নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। দিল্লি শিবিরে আজ পন্থ থাকছেন না। তিনি এক ম্য়াচ নির্বাসিত হয়েছেন। ফলে আজকের ম্য়াচে অক্ষর পটেলের নেতৃত্বে খেলতে নামবে দিল্লি শিবির।
আরসিবি শিবিরে উইল জ্যাকসের অন্তর্ভূক্তি কোথাও না কোথাও ব্যাটিং ভারসাম্য বাড়িয়েছে দলটার। বিরাট তো আছেনই। মিডল অর্ডারে রজত পাতিদার ও ক্যামেরন গ্রিন রান পাচ্ছেন। লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক ও স্বপ্নিল সিংহ ব্যাট হাতে যে ঝোড়ো মেজাজে রান তুলছেন, তাতে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ছে। বল হাতেও করণ শর্মার স্পিন খেলতে সমস্যায় পড়ছেন ব্যাটাররা। দিল্লি শিবিরে বোলিং ডিপার্টমেন্টে ডেথ ওভারে মুকেশ কুমার ভরসা জোগাচ্ছেন প্রতি ম্য়াচেই। ব্যাট হাতে জ্যাক ফ্রেসার ও ত্রিস্টাস স্টাবস।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে আরসিবি ও দিল্লি মোট ২৯ বার মুখোমুখি হয়েছিল। আরসিবি মোট ১৮ বার জয় ছিনিয়ে নিয়েছে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
View this post on Instagram
বিরাট কোহলি আজকের ম্য়াচে নতুন মাইলস্টোন স্পর্শ করতে চলেছেন। আরসিবির জার্সিতে আড়াইশোতম ম্য়াচ খেলতে নেমেছেন বিরাট। আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বাধিক রান করার রেকর্ডও বিরাটের ঝুলিতে। ২০১৬ মরশুমে ১৬ ইনিংস খেলে ৯৭৩ রান করেছিলেন বিরাট। সেই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। চারটি অর্ধশতরান ও সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আইপিএলে সবচেয়ে বেশি ম্য়াচ খেলার রেকর্ড মহেন্দ্র সিংহ ধোনির ঝুলিতে। ২৬৩ ম্য়াচ খেলেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক।
এখনও পর্যন্ত আরসিবির জার্সিতে ২৪৯ ম্য়াচ খেলে ৭৮৯৭ রান করেছেন। ৩৮.৭১ গড়ে ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও স্ট্রাইক রেট ১৩১ এর ওপর। আটটি শতরান ও ৫৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন কিং কোহলি। অপরাজিত ১১৩ রানের ইনিংস বিরাটের ব্য়ক্তিগত সর্বোচ্চ রান।