IPL 2024: চেন্নাই শিবিরে যোগ দিলেন কিউয়ি ত্রয়ী, প্রথমবার আইপিএলের মঞ্চে রাচিন রবীন্দ্র
IPL 2024, CSK: আইপিএলের মঞ্চে মিচেল স্যান্টনার অভিষেক করেছিলেন ২০১৯ সালে। সেই থেকে সিএসকের জার্সিতেই খেলে আসছেন। তিনি মোট ১৩ উইকেট নিয়েছেন।
চেন্নাই: আইপিএল খেলতে চেন্নাই পৌঁছে গেলেন নিউজিল্য়ান্ডের তিন ক্রিকেটার ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। তিনজনই সিএসকে দলের সদস্য। প্রথম জন ও তৃতীয় জন আইপিএলে আগে খেললেও রাচিন রবীন্দ্র এর আগে কখনও আইপিএলে অংশ নেননি। তিনি প্রথমবার এই মেগা ক্রিকেট টুর্নামেন্টের অংশীদার হতে চলেছেন। সিএসকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় তিন কিউয়ি তারকার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার ছবি পোস্ট করেছে। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে।
আইপিএলের মঞ্চে মিচেল স্যান্টনার অভিষেক করেছিলেন ২০১৯ সালে। সেই থেকে সিএসকের জার্সিতেই খেলে আসছেন। তিনি মোট ১৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে মোট ৫৬ রান করেছেন ৮ ইনিংসে। আরসিবির জার্সিতে ২০২২ আইপিএলে নিজের অভিষেক করেছিলেন ড্যারিল মিচেল। কিন্তু মাত্র ২ টো ম্য়াচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে মোট ৩৩ রান করেছিলেন। গত মরশুমে চোটের জন্য খেলতে পারেননি। এবার একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নামবেন এই ডানহাতি। কিন্তু রাচিনের জন্য এবারই প্রথম আইপিএল। গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে ধূমকেতুর মত উত্থাণ হয়েছে ২৩ বছরের এই তরুণ ক্রিকেটারের। দলের আরো এক কিউয়ি তারকা ডেভন কনওয়েকে যেমন এবার প্রথম দিকে পাচ্ছে না চেন্নাই। আঙুলের চোট রয়েছে তাঁর। হয়ত টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের আগে ফিরে আসবেন তিনি।
View this post on Instagram
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আরও একবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে হলুদ জার্সিধারীরা। এই দলের তরুণ ক্রিকেটারের থেকে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যাটাই বেশি। ৪২ পেরিয়ে এখনও এই দলকে একই ভাবে চালনা করে যাচ্ছেন এমএসডি। এছাড়াও দলে রয়েছেন অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাডেজার মত জাতীয় দলে খেলা অভিজ্ঞ ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মঈন আলি রয়েছেন। পাথিরানাকে এবার প্রথম থেকে পাবে না সিএসকে। তাঁর চোট রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন। যা সেরে উঠতে সময় লাগবে। তবে চেন্নাইয়ের বোলিং লাইন আপকে ভরসা জোগাতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমন।