IPL 2024: ধোনির চোখের সামনেই ব্যাট হাতে চোখরাঙানি অভিষেকের, মা-বোনকে পাশে নিয়ে তুললেন ছবিও
Tata IPL 2024: গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচেও ওপেনে নেমে রীতিমত বেধরক মার দিলেন চেন্নাইয়ের বোলিং লাইন আপকে। তাও আবার ধোনির সামনেই।
হায়দরাবাদ: ঘরের মাঠে আরও একটা জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। অন্য়দিকে টুর্নামেন্টে টানা দ্বিতীয় হারের মুখ দেখতে হল চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings)। আর সানরাইজার্সের জয়ের অন্যতম কারিগর তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে জ্বলে উঠেছিলেন ব্যাট হাতে। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচেও ওপেনে নেমে রীতিমত বেধরক মার দিলেন চেন্নাইয়ের বোলিং লাইন আপকে। তাও আবার ধোনির সামনেই। উইকেটের পেছনেই ছিলেন এমএসডি। বোলারদের নানা পরামর্শ খেলার মাঝে দিয়েই থাকেন এমএসডি। কিন্তু গতকাল অভিষেককে থামানোর কোনও প্ল্য়ানই কাজ করেনি। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২ বলে ৩৭ রানের ইনিংস খেলে শুরুতেই হায়দরাবাদের জয়ের রাস্তা তৈরি করে দেন এই তরুণ।
নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। এখনও পর্যন্ত চার ম্য়াচে চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে নেমে ১৬১ রান করেছেন। ঈর্ষণীয় স্ট্রাইক রেট ২১৭। ম্য়াচ জেতানোর পরই নিজের মা ও বোনের সঙ্গে ছবি পোস্ট করে অভিষেক লিখেছন, ''এটাই মুহূর্ত। অরেঞ্জ আর্মির জন্য ম্য়াচ জেতাতে পেরে আমি ভীষণ খুশি।''
View this post on Instagram
গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। ১০ ইনিংসে ৪৮২ রান করেছিলেন। যা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান। ১৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন অভিষেক। দুটো সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান ছিল ঝুলিতে। এর আগে ২০২২ সালের আইপিএল দারুণ গিয়েছিল অভিষেকের। ১৪ ইনিংসে ব্যাট করতে নেমে ৪২৬ রান করেছিলেন। গত মরশুমে সেভাবে ব্যাটিং করার সুযোগ পাননি। কারণ টিম কম্বিনেশনের জন্য ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতে হয়েছিল অভিষেককে। ১১ ম্য়াচে ২২৬ রান করেছিলেন সেবার। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সদস্য অভিষেক। এর আগে ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালস তাঁকে নিলামে নিয়েছিল। সে বছরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে ভারত পৃথ্বী শ-র নেতৃত্বে। সেই দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক।
আরও পড়ুন: শনিবার আইএসএলে মহা গুরুত্বপূর্ণ লড়াই মোহনবাগানের, কোথায়-কীভাবে দেখবেন ম্যাচ?