GT vs MI: নিখুঁত ইয়র্কার, বুমরার দুরন্ত স্পেল, আঁটোসাঁটো বোলিং কোয়েৎজের, গুজরাত বোর্ডে তুলল ১৬৮/৬
IPL 2024: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামা শুভমন গিলের গুজরাত টাইটান্স।
আমদাবাদ: এই ম্য়াচটির দিকে সবাই তাকিয়ে ছিল। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে ফিরে আসার পর অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে খেলতে নেমেছিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। উল্টোদিকে নিজেরই পুরনো দল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। যেই শিবিরকে ২০২২ মরশুমে চ্যাম্পিয়ন করেছিলেন। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) এদিন মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামা শুভমন গিলের (Subhman Gill) গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৮ রান তুলে নিল গুজরাত।
এদিন প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গুজরাতের হয়ে ওপেনে নেমেছিলেন শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। বাংলার অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার ১৫ বলে ১৯ রান করেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান ঋদ্ধি। অধিনায়ক গিল ২২ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। শুরুতে আক্রমণাত্মক ভঙ্গিতে ইনিংসের শুরু করেছিলেন গুজরাতের ২ ওপেনার। কিন্তু আক্রমণে এসে নিখুঁত ইয়র্কারে ঋদ্ধির স্ট্য়াম্প ভেঙে দেন বুমরা। এপর বেশি ক্ষণ থাকতে পারেননি গিলও। তাঁকে ফিরিয়ে দেন চাওলা। এরপর সাই সুদর্শন এসে ইনিংসের হাল ধরেন। প্রথমে আজমতউল্লাহ ও পরে মিলারকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলের স্কোরবোর্ড। আফগান ক্রিকেটারকে ফিরিয়ে দেন কোয়েৎজে। প্রথমবার আইপিএল খেলতে নেমেই নজর কাড়লেন প্রোটিয়া পেসার। মিলার ১২ রানের ইনিংস খেলেন। তবে সাই সুদর্শন চেষ্টা করছিলেন রান সংখ্যা বাড়ানোর। ৩টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
View this post on Instagram
লোয়ার অর্ডারে রাহুল তেওয়াটিয়া ২টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বুমরা নিজের চার ওভারের স্পেলে মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন একাই। তাঁকে যোগ্য সঙ্গ দেন কোয়েৎজে। ৪ ওভারে ২৭ রান খরচ করে নিজের প্রথম আইপিএল ম্য়াচে ২ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: জিতেও ঢিলেমি দিতে নারাজ হেডস্যর গম্ভীর, দোলের দিনেও ছুটি বাতিল করে প্রস্তুতির ভাবনা