RCB IPL 2024: হেরেই চলেছেন কোহলিরা, কারণ বার করে ফেললেন সহবাগ
IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপর্যয়ের কারণ খুঁজে বার করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। জানিয়ে দিলেন, কেন এই পরিস্থিতি কোহলি, ফাফ ডুপ্লেসিদের।
বেঙ্গালুরু: বরাবরের তারকা খচিত দল। অথচ সাফল্যের ভাঁড়ার শূন্য। দলের জার্সি বদলেছে। পাল্টে গিয়েছে অধিনায়ক ও কোচও। তবু ভাগ্যের চাকা ঘোরেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। এবারও সাত ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে হেরে গিয়েছে আরসিবি। বিরাট কোহলি (Virat Kohli) সেঞ্চুরি করেছেন। দল হেরেছে। পয়েন্ট টেবিলে সকলের তলানিতে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপর্যয়ের কারণ খুঁজে বার করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। জানিয়ে দিলেন, কেন এই পরিস্থিতি কোহলি, ফাফ ডুপ্লেসিদের। সহবাগের মতে, আরসিবির ব্যর্থতার অন্যতম কারণ সাপোর্ট স্টাফে ভারতীয় কেউ না থাকা। ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের মনের অবস্থা বোঝাতেই পারছেন না যে কারণে।
আরসিবির প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথ। বীরুর মতে, বিদেশি কোচেদের সঙ্গে ভাষা সমস্যা হচ্ছে ক্রিকেটারদের। সহবাগ বলেছেন, 'যদি দলে ১২-১৫ জন ভারতীয় ক্রিকেটার থাকে আর জনা দশেক বিদেশি ক্রিকেটার আর সমস্ত সাপোর্ট স্টাফ হয় বিদেশি, তাহলে তো সমস্যা হবেই। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কয়েকজনই মাত্র আঅন্তর্জাতিক ক্রিকেট খেলে আর ভারতীয় ক্রিকেটারদের অর্ধেকের বেশি তো ইংরেজি বোঝেই না। তাহলে ওদের প্রেরণা জোগাবে কে? ওদের সঙ্গে সময় কাটাবে কে? আমি তো কোনও ভারতীয় সাপোর্ট স্টাফ দেখতেই পাচ্ছি না। অন্তত এমন একজনের থাকা উচিত, যাকে ক্রিকেটারেরা ভরসা করতে পারে।'
Royal Challenge Packaged Drinking Water Naya Sher of the Match: Dinesh Karthik 🐅
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 16, 2024
This awe-inspiring innings last night, which saw DK strike at a 237.14, has certainly brought positive energy to the camp as we shift focus for the tougher challenges ahead. 🙌#PlayBold #ನಮ್ಮRCB… pic.twitter.com/tUphtaZOuJ
জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি আবার প্রশ্ন তুলেছেন আরসিবির দলগঠন নিয়ে। বলেছেন, 'কোথায় সমস্যা আমি জানি। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে নিলামের টেবিল, সব জায়গাতেই সমস্যা। প্রচুর উইকেট নেওয়া স্পিনার যুজবেন্দ্র চাহালকে ছেড়ে দিলে। ২০১৬ সালে যাঁর নেতৃত্বে ফাইনালে গেল, সেই বিরাট কোহলিকে অধিনায়ক হিসাবে ধরে রাখা হল না। এই দলের সব ভাল ক্রিকেটারেরা অন্য দলে খেলছে। সবাইকে যেতে দেওয়া হয়েছে।'
আরও পড়ুন: কলকাতায় নতুন ফুটবল ক্লাব, প্রো টি-টোয়েন্টিতে চূড়ান্ত দুই দল, আইপিএলের স্পেশ্যাল মেন্যু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।