Mohammed Siraj: বিরাটের প্রতিপক্ষ হিসেবে খেলবেন এবার, ১২.২৫ কোটি মূল্যে গুজরাত টাইটান্সে সিরাজ
IPL Auction Live Updates: বেস প্রাইস ২ কোটি টাকা মূল্যে নিলামের টেবিলে উঠেছিলেন সিরাজ। প্রথমবার তাঁকে নিয়ে দর তোলে সিএসকে। ৮ কোটি দর পেরিয়ে গেলে সিএসকে দৌড় থেকে সরে আসে।
জেড্ডা: সাম্প্রতিক সময়ে একেবারেই নিজের ফর্মের ধারেকাছে নেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় ইনিংসে অবশ্য এদিন সকালে কিছুটা ছন্দে মনে হয়েছে মহম্মদ সিরাজকে। তবে আইপিএলের (IPL 2025 Auction) মঞ্চে আরসিবির জার্সিতে একাধিক ম্য়াচ জয়ের নায়ক এই পেসার। আগামী মরশুমে অবশ্যই গুজরাত টাইটান্স জার্সিতে দেখা যাবে হায়দরাবাদি পেসারকে। বিরাট কোহলির দলের সৈনিক ছিলেন এতদিন। এবার বিরাটের প্রতিপক্ষ হিসেবে খেলতে দেখা যাবে ভারতীয় দলের এই নিয়মিত সদস্যকে।
বেস প্রাইস ২ কোটি টাকা মূল্যে নিলামের টেবিলে উঠেছিলেন সিরাজ। প্রথমবার তাঁকে নিয়ে দর তোলে সিএসকে। ৮ কোটি দর পেরিয়ে গেলে সিএসকে দৌড় থেকে সরে আসে। এরপরই গুজরাত ঢুকে পড়ে দৌড়ে। শামিকে রিটেন করেনি গুজরাত এবার। তার জন্যই একজন ভারতীয় পেসারকে দলে নিতে মরিয়া ছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। তবুও ১২ কোটি পর্যন্ত রাজস্থান রয়্যালসও দৌড়ে ছিল। শেষ পর্যন্ত ১২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যে সিরাজকে দলে নিয়ে নিল গুজরাত টাইটান্স। গত মরশুম পর্যন্ত শামি ছিলেন গুজরাত টাইটান্সের পেস অ্যাটাকের প্রধান মুখ। কিন্তু শামিকে ছেড়ে দেওয়ায় সিরাজকে দলে নিয়ে নিল শুভমন গিলের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি।
View this post on Instagram
অন্যদিকে, ২ কোটি টাকার বেস প্রাইসে শামির হয়ে কিন্তু দর হাঁকানোর শুরু করেছিল তাঁর প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। তারকা ফাস্ট বোলারের জন্য আজকের নিলামে প্রথমবার দর হাঁকানোর মহারণে নামে রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও। তব খুব বেশিদূর যায়নি তাঁরা। কেকেআর ও লখনউয়ের মধ্যেই শামিকে নিয়ে দীর্ঘক্ষণ দর কষাকষি চলে। শামির জন্য ৯ কোটি ৭৫ লক্ষ টাকা পর্যন্ত দর হাঁকায় কেকেআর। তবে ১০ কোটিতে দর হাঁকানোর ময়দানে ঢোকে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ। সেই ১০ কোটিতেই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি শামিকে নিজেদের দলে সামিল করতে সক্ষম হয়।
এদিকে, কেকেআর এখনও নিলামের টেবিল থেকে কোনও প্লেয়ারকেই দলে নেয়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত। শ্রেয়স আইয়ার ও মিচেল স্টার্ককেও ধরে রাখতে পারেনি তারা।
আরও পড়ুন: আইপিএলের নিলাম থেকে কোন ক্রিকেটারকে দলে নিচ্ছে কারা, কোন দল দেবে চমক? লাইভ আপডেট