IPL Auction 2025 LIVE: আইপিএলের নিলাম থেকে কোন ক্রিকেটারকে দলে নিচ্ছে কারা, কোন দল দেবে চমক? লাইভ আপডেট
IPL Auction 2025 LIVE Updates: সকলের নজর রবিবার মরুদেশের এক শহরে। সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায় বসছে আইপিএল নিলামের (IPL Mega Auction) আসর।
LIVE
Background
জেড্ডা: অস্ট্রেলিয়ার পারথে প্রথম টেস্টে দাদাগিরি দেখাচ্ছে ভারতীয় দল। তার মাঝেই সকলের নজর রবিবার মরুদেশের এক শহরে। সংযুক্ত আরব আমিরশাহির জেড্ডায় বসছে আইপিএল নিলামের (IPL Mega Auction) আসর। মেগা অকশন থেকে দশ দল নিজেদের ঘর গুছিয়ে নেবে। দুদিনের নিলামের প্রথম দিন রবিবার। কার ঝুলিতে যাবেন কোন ক্রিকেটার, কোন দল দেবে চমক, কার দল আকাশছোঁয়া হবে, সবচেয়ে শক্তিশালী দল গড়বে কোন ফ্র্যাঞ্চাইজি? আইপিএল নিলামের (IPL Auction) সব খবরের টাটকা আপডেট এবিপি লাইভ বাংলায়।
IPL 2025 Live: ২.৬০ কোটি টাকায় সূয়স শর্মাকে নিল আরসিবি
২.৬০ কোটি টাকায় সূয়স শর্মাকে নিল আরসিবি। কর্ণ শর্মাকে ৫০ লক্ষ টাকায় কিনল মুম্বই। ময়ঙ্ক মারকাণ্ডেকে ৩০ লক্ষ টাকায় নিল কেকেআর। অবিক্রিত পীযূষ চাওলা, শ্রেয়স গোপাল। মানব সুতারকে ৩০ লক্ষ টাকায় নিল গুজরাত। কুমার কার্তিকেয়কে ৩০ লক্ষ টাকায় নিল রাজস্থান।
IPL Live: কেকেআর ১.৮০ কোটি টাকায় কিনল বৈভব অরোরাকে
পাঞ্জাব নিল বিষ্ণু বিনোদকে (৯৫ লক্ষ টাকা), বৈশাখ বিজয়কুমারকে (১ কোটি ৮০ লক্ষ টাকা)। রসিক সালাম দারকে নিল আরসিবি (৬ কোটি টাকা)। ১.২ কোটি টাকায় আকাশ মাধওয়ালকে নিল রাজস্থান। ২.২ কোটি টাকায় মোহিত শর্মাকে কিনল দিল্লি। কেকেআর ১.৮০ কোটি টাকায় কিনল বৈভব অরোরাকে। ১.৬ কোটি টাকায় যশ ঠাকুরকে নিল পাঞ্জাব। অবিক্রিত কার্তিক ত্যাগী। সিমরজিৎ সিংহকে দেড় কোটি টাকায় নিল হায়দরাবাদ।
IPL Mega Auction Live: কুমার কুশাগ্রাকে ৬৫ লক্ষ টাকায় কিনল জিটি
মহীপাল লোমররকে ১.৭০ কোটি টাকায় কিনল জিটি। ৩ কোটি ৮০ লক্ষ টাকায় আশুতোষ শর্মাকে কিনল দিল্লি। অবিক্রিত উৎকর্ষ সিংহ, উপেন্দ্র যাদব, লুভনিথ সিসোদিয়া। কুমার কুশাগ্রাকে ৬৫ লক্ষ টাকায় কিনল জিটি। রবিন মিনজকে ৬৫ লক্ষ টাকায় নিল মুম্বই। ৩০ লক্ষ টাকায় অনুজ রাওয়াতকে নিল গুজরাত। আরিয়ান জুয়েলকে ৩০ লক্ষ টাকায় নিল লখনউ।
IPL Auction Live: ৫.২৫ কোটি টাকায় নমন ধীরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স
৩০ লক্ষ টাকায় নিশান্ত সিন্ধুকে কিনল গুজরাত, ৯৫ লক্ষ টাকায় সমীর রিজভিকে কিনল দিল্লি। ৫.২৫ কোটি টাকায় নমন ধীরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৪.২০ কোটি টাকায় আব্দুল সামাদকে কিনল হায়দরাবাদ। দেড় কোটি টাকায় হরপ্রীত ব্রারকে কিনল পাঞ্জাব। বিজয় শঙ্করকে ১.২০ কোটি টাকায় নিল সিএসকে।
IPL Mega Auction Live: অঙ্গকৃষ রঘুবংশীকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর
অথর্ব তাইডেকে ৩০ লক্ষ টাকায় নিল হায়দরাবাদ। ৪.২০ কোটি টাকায় নেহাল ওয়াধেরাকে কিনল পাঞ্জাব কিংস। অঙ্গকৃষ রঘুবংশীকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর। ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে নিল দিল্লি। ৩.২০ কোটি টাকায় অভিনব মনোহরকে নিল হায়দরাবাদ। অবিক্রিত যশ ধূল, আনমোলপ্রীত সিংহ।