IPL Auction: নিলামে নাম নথিভুক্ত করতে পারেন, আইপিএলে খেলার সম্ভাবনা বাড়ছে অ্যান্ডারসনের
James Anderson: প্রায় এক দশকেরও বেশি সময় আগে শেষবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলেছিলেন। তাও আবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০০৯ সালে।
লন্ডন: চারমাস আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ফের ২২ গজে ফেরার পরিকল্পনা করছেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। আর এবার টেস্ট ক্রিকেট নয়। একেবারে টি-টোয়েন্টির (T20 Cricket) মঞ্চে। তাও আবার ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে (IPL 2025)। হ্যাঁ, অবাক মনে হলেও এটাই সত্যি যে জেমস অ্য়ান্ডারসনকে আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে। সূত্রের খবর, আগামী মরশুমে আইপিএলে অংশগ্রহণের ভাবনা থেকেই নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন অ্যান্ডারসন। বেস প্রাইস রেখেছেন ১ কোটি ২৫ লক্ষ টাকা।
উল্লেখ্য, প্রায় এক দশকেরও বেশি সময় আগে শেষবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলেছিলেন। তাও আবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০০৯ সালে। ওয়ান ডে ফর্ম্য়াটেও ২০১৫ বিশ্বকাপের পর আর সেভাবে দেখা যায়নি তারকা ৪২ বছরের অভিজ্ঞ পেসারকে। আর আইপিএলের মঞ্চে তো কোনওদিনই দেখা যায়নি। ২০১৯ সালে লিস্ট এ খেলেছিলেন অ্যান্ডারসন। এই পরিস্থিতিতে আইপিএলে কোনও দল তাঁকে নেওয়ার জন্য ঝাঁপায় কি না সেটাই দেখার। অ্যান্ডারসন এই প্রসঙ্গে বলেছেন, ''দেশের জার্সিতে আর খেলব না সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার সেভাবে অভিজ্ঞতা নেই। দ্য হান্ড্রেডে খেলার সময় দেখলাম বল ভালই স্যুইং করছে। তখন মনে হল আমি এখনও খেলতে পারি।''
সােশ্যাল মিডিয়ায় অনেকেই অ্যান্ডারসনের আইপিএলের নিলামে নাম দেওয়া ও তাঁর বেস প্রাইস দেখে নাক সিঁটকেছেন। তবে অনেকেই মনে করেন যে এই ধরণের ফর্ম্য়াটে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অ্যান্ডারসন বোলিং মেন্টর হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন অনেক ফ্র্যাঞ্চাইজির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলার সময় অবসর নিয়েছিলেন। এরপর থেকে অ্যান্ডারসন ইংল্য়ান্ডের বোলিং ডিপার্টমেন্টের কোচ হিসেবেই কাজ করছেন।
এদিকে, অ্যান্ডারসন খেললেও ইংল্যান্ডের টেস্ট দলের তারকা ক্রিকেটার ও ক্যাপ্টেন বেন স্টোকসকে দেখা যাবে না হয়ত আগামী মরশুমে। টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই আইপিএল থেকে নিজের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেন। আইপিএলের পরেই ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের সিরিজ রয়েছে। এছাড়াও অ্যাশেজ সিরিজও রয়েছে, যা সেদেশের ক্রিকেট তারকাদের কাছে বিশ্বকাপের থেকেও গুরুত্বপূর্ণ। তাই আইপিএলকে প্রাধান্য দিতে চাইছেন না ইংল্যান্ড অধিনায়ক। এখনও অফিশিয়ালি যদিও এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে সম্ভাবনা সেদিকেই এগোচ্ছে।
শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম। নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।