IPL 2025: পরিত্যক্ত পঞ্জাব-দিল্লি ম্যাচ, কোহলিদের আরসিবির ম্যাচও বাতিল হচ্ছে? জানালেন চেয়ারম্যান ধুমাল
LSG vs RCB: আজ একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ খেলার কথা।

ধর্মশালা: পাকিস্তানের আক্রমণের সতর্কতা। যুদ্ধের আবহে গতকাল পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের (PBKS vs DC) ম্যাচ চলাকালীন মাঠের বাতিস্তম্ভ নিভে যায়। কিছু সময় পরে ম্যাচ বাতিল ঘোষণা করে সকল দর্শককেও মাঠ থেকে বের করে দেওয়া হয়। এরপরেই আইপিএলের (IPL 2025) বাকি ম্যাচগুলি আয়োজন ঘিরে সিঁদুরে মেঘ। আদৌ কি আজকের লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (LSG vs RCB) আয়োজন হওয়া সম্ভব?
গতকালের ম্যাচ 'টেকনিক্যাল ফেলিওয়র' বলে আখ্যা দেওয়া হলেও, আসলে যে যুদ্ধ আবহের সতর্কতা হিসাবেই এটি যে বাতিল করা হয়েছ, তা স্পষ্ট। এমন পরিস্থিতিতে আজ লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়াে ম্যাচ আয়োজন ঘিরে সংশয় দেখা গিয়েছে। ম্যাচ আয়োজন নিয়ে কথা বলতে গিয়ে আইপিএলের চেয়ারম্যান অরণ ধুমাল (Arun Dhumal) পিটিআইকে জানান, 'এখন যেটুকু যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ম্যাচটি খেলা হবে। তবে পরিস্থিতি প্রতিনিয়তই বদলাচ্ছে। ভারত সরকারের তরফে আমরা এখনও কোনও নির্দেশ পায়নি। তবে সবটা থাকা, খাওয়া সবকিছু ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
তবে অরুণ ধুমাল ম্যাচ আয়োজন হওয়ার সম্ভাবনার কথা বললেও শুধু আরসিবির আজকে ম্যাচ নয়, আইপিএলের বাকি সবকয়টি ম্যাচ আয়োজন ঘিরেই রয়েছে ধোঁয়াশা। ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতিতে ঘাত-প্রত্যাঘাত চলছেই। এই আবহে দেশবাসীর আবেগকে মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অন্তত আপাতত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হতে পারে বলে খবর। গতকালই আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে একটি বৈঠকও করা হয়েছে বলে শোনা যাচ্ছে।
বর্তমান আবহে স্বাভাবিকভাবেই বিদেশি ক্রিকেটাররা বেশ খানিকটা উদ্বেগে রয়েছেন। এই অবস্থাতেও খেলা চালিয়ে যাওয়ার জন্য তাঁদের বোর্ড এবং ভারত সরকারের তরফে আশ্বাসবাণী দেওয়ার প্রয়োজন রয়েছে বলেই মনে করা হচ্ছে। গতকাল পঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল হওয়ার পর ক্রিকেটারদের কড়া নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে। দুই দলের ক্রিকেটারদেরই রাখা হয়েছে একটিই হোটেলে। মাঠ থেকে হোটেলে ফিরিয়ে ঘরবন্দিই রাখা হয়েছে সকলকে। মাঠ থেকে হোটেলের গোটা পথ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এমনকী তাঁদের ফোন পর্যন্ত ধরতে মানা করা হয়েছে বলে খবর।
ধর্মশালায় বন্ধ বিমানবন্দর। আজই তাই দুই দলের ক্রিকেটারদের ধর্মশালা থেকে ফেরাতে বিশেষ বন্দে ভারত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। সেই ট্রেনে করেই শ্রেয়স, অক্ষররা ধর্মশালা ছাড়বেন।




















