IPL 2025: ধোনিদের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ, সিএসকের বিরুদ্ধে মরশুমের প্রথম জয়ের খোঁজে রাজস্থান রয়্যালস
RR vs CSK: মুখোমুখি লড়াইয়ে রাজস্থানের থেকে সিএসকে ১৩-১৬ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ২০২০ সালের পর থেকে রাজস্থান রয়্যালস সিএসকের বিরুদ্ধে ছয়টি ম্যাচ জিতেছে, আর হলুদ ব্রিগেড জিতেছে মাত্র দুইটি ম্যাচ।

গুয়াহাটি: ঘরের মাঠে আরসিবিরি বিরুদ্ধে ১৭ বছরের অপ্রতিরোধ্য রেকর্ড ভেঙে চুরমার হয়েছে। তবে আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টে সাধারণত একের পর এক ম্যাচ আসতে থাকে। সেই হারের ৪৮ ঘণ্টা পার হতে না হতেই সুদূর দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতে আরেক ম্যাচে মাঠে নেমে পড়তে হবে চেন্নাই সুপার কিংসকে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (RR vs CSK)।
চিপকে আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পর পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। গুয়াহাটি খাতায় কলমে রাজস্থানের হোম গ্রাউন্ড হলেও, মাঠের পরিবেশ কিন্তু তিন স্পিনার নিয়ে খেলা সিএসকের ঘরের মাঠের অনুভবই করাবে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ যদি কিছু প্রমাণ করে থাকে, তা হল গুয়াহাটির পিচ স্পিনারদের সহায়ক। সিএসকের সেই কারণে এই পিচ নিয়ে কোনওরকম অভিযোগ করার কথা নয়। বরং গত ম্যাচ হারের পর এমন এক দলের বিরুদ্ধে তাঁরা মাঠে নামছে যাদের দুই ম্যাচে ব্যাটিং, বোলিং, উভয়ই সমালোচিত হয়েছে।
প্রথম ম্যাচে যেখানে রাজস্থান বোলারদের ঠেঙিয়ে ঈশান কিষাণরা ২৮৬ রান তুলেছিল, সেখানে দ্বিতীয় ম্যাচে কেকেআরের স্পিনারদের বিরুদ্ধে নাকানি চোবানি খেয়েছিলেন সঞ্জু স্যামসনরা। তাই মাত্র দুই ম্যাচ খেললেও, ইতিমধ্যেই রয়্যালসদের দল নির্বাচন থেকে খেলার ধরন, সব নিয়েই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। উপরন্তু, নামে হোম গ্রাউন্ড হলেও, গুয়াহাটির পরিসংখ্যান রয়্যালসদের জন্য একেবারেই ঘরের মাঠ সুলভ নয়। বিগত পাঁচ ম্য়াচে এখানে মাত্র একটিতে জিতেছে রাজস্থান।
তবে আরেক পরিসংখ্যান এও বলছে যে সিএসকে ১৭৫-র অধিক রান তাড়া করতে নেমে নিজেদের শেষ আট ম্যাচেই হেরেছে। পরিবেশ যেমনই হোক না কেন, আজকের দিনে বিশ ওভারের ক্রিকেটে কিন্তু ১৭৫ রান প্রায়ই উঠতে দেখা যাচ্ছে। তাই রাজস্থানের সামনেও কিন্তু সুযোগ রয়েছে এ মরশুমের প্রথম ম্যাচ জেতার। তবে তার জন্য দলের তারকা ফাস্ট বোলারের যে প্রথম দুই ম্য়াচের থেকে বোলিং অনেক উন্নত করতে হবে, তা বলার জো রাখে না।
সিএসকের ক্ষেত্রে উদ্বেগের কারণ দলের মিডল অর্ডার। রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড়রা রান পেলেও, এখনও পর্যন্ত শিবম দুবে, দীপক হুডাদের নিয়ে তৈরি হলুদ ব্রিগেডের মিডল অর্ডার সম্পূর্ণ ব্য়র্থ। হাসারাঙ্গা, মাহিশ থিকসানাদের স্পিনজুটি তাই নিঃসন্দেহেই দুবেদের পরীক্ষা নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন। এবার দেখার গুয়াহাটিতে শেষ হাসি কারা হাসে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
