IPL 2025 Points Table: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই পয়েন্ট তালিকায় লম্বা লাফ দিল গুজরাত টাইটান্স, কততে রয়েছে কেকেআর?
IPL 2025: চলতি আইপিএলে এখনও পর্যন্ত কেবল রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সই একটিও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে।

আমদাবাদ: এবারের আইপিএল (IPL 2025) শুরু হয়ে নয় ম্যাচ খেলা হয়ে গিয়েছে। সিংহভাগ দলই দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে। বোর্ডে প্রথম পয়েন্টও তুলে ফেলেছে বেশিরভাগ দলই। পারেনি কেবল দুই দল, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও রাজস্থান ব়য়্যালস। চিরপ্রতিদ্বন্দ্বী সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল মুম্বই। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয় অধরাই রয়ে গেল। মরশুমের শুরুটা হতাশাজনকভাবেই করল পল্টনরা।
গত মরশুমে নতুন অধিনায়ক হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার আশা ছিল দল ঘুরে দাঁড়াবে। প্রথম ম্যাচে নির্বাসনের পর গুজরাতের বিরুদ্ধে হার্দিক মুম্বইয়ের একাদশে ফিরলেও, জয়ে ফিরল না দল। দুই ম্যাচ হেরে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বই। কেবল তাঁদের নেট রান রেট (-১.১৬৩) রাজস্থান রয়্যালসের নেট রান রেটের (-১.৮৮২) থেকে ভাল হওয়ার দরুন সবার নীচের বদলে একধাপ উপরে, নয় নম্বরে রয়েছে মায়ানগরীর দল।
অপরদিকে, গুজরাত ঘরের মাঠেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই করেও পরাজিত হয়েছিল। তবে এই জয়ে তারা উপরে উঠে এল। শুভমন গিলরা ৩৬ রানের বড় ব্যবধানে মুম্বইকে হারানোর ফলে টাইটান্সদের নেট রান রেটও উন্নত হয়েছে। এর সুবাদেই এক ধাক্কায় পয়েন্ট তালিকায় তিন নম্বরে জায়গা করে নিল টাইটান্স। দুই ম্যাচ খেলে এক জয়ের সুবাদে দুই পয়েন্ট রয়েছে তাঁদের দখলে। তবে নেট রান রেট (০.৬২৫) বেশ ভাল। অপরদিকে, কেকেআরও এক ম্যাচ জিতেছে। তবে নেট রান রেট খারাপ হওয়ায় এবং গুজরাত ম্যাচ জেতায় নাইটরা আরও একধাপ নীচে নেমে সাত নম্বরে। কেকেআরের নেট রান রেট (-০.৩০৮) কিন্তু আপাতত বেশ খারাপ।
Our 1️⃣st 𝐖 of the season! 💙 pic.twitter.com/MVfmakdytS
— Gujarat Titans (@gujarat_titans) March 29, 2025
তবে আইপিএলের এই তো শুরু। এখনও অনেক জল গড়ানো বাকি। তাই এখনই নিঃসন্দেহেই কোনও দলের সমর্থকরাই হতাশ হবেন না। আর সমর্থকরা যদি মুম্বই ইন্ডিয়ান্সের হন, তাহলে তো হতাশ হওয়ার আরও কিছু নেই। মুম্বই কিন্তু ঐতিহাসিকভাবে মরশুমের শুরুটা বেশ মন্থরভাবেই করে থাকে। এই ইতিহাসই পল্টন সমর্থকদের আশার আলো। পল্টনরা পরের ম্যাচে নিজেদের ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে জয়ের লক্ষ্যে নিঃসন্দেহেই মরিয়া হয়ে নামবেন হার্দিক পাণ্ড্যরা।




















