CSK vs RCB: সিএসকে-আরসিবির 'সাদার্ন ডার্বি' ঘিরে উত্তেজনা তুঙ্গে, কোথায় দেখবেন খেলা, কেমন থাকবে পিচ, পরিবেশ?
IPL 2025: আজ সিএসকে বনাম আরসিবির ম্যাচ চেন্নাইয়ের হোমগ্রাউন্ড চিপকেই আয়োজিত হতে চলেছে।

চেন্নাই: দুই দলই বেশ দাপটের সঙ্গে এবারের আইপিএলে (IPL 2025) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এবার সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আজ মুখোমুখি হতে চলেছে সিএসকে ও আরসিবি (CSK vs RCNB)। আর এই দুই দলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা। কারণ দুই দলে যে ভারতের দুই প্রাক্তন অধিনায়ক তথা মহাতারকা মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি রয়েছেন। স্বাভাবিকভাবেই তাই এই ম্য়াচের অপেক্ষায় রয়েছেন সকলে।
ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকে আইপিএলের ম্যাচে 'সাদার্ন ডার্বি'-তে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB)।
কোথায় খেলা হবে সিএসকে বনাম আরসিবির আইপিএলের ম্যাচটি?
সিএসকে বনাম আরসিবির আজকের ম্যাচটি সিএসকের হোম গ্রাউন্ড এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন শুরু হবে সিএসকে বনাম আরসিবির আইপিএলের ম্যাচটি?
আজ শুক্রবার, ২৮ মার্চ আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন সিএসকে বনাম আরসিবির ম্যাচ?
সিএসকে বনাম আরসিবির ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
পিচ রিপোর্ট
চিপকের পিচ বরাবরই স্পিনারদের স্বর্গরাজ্য। ম্যাচ যত গড়ায় এই মাঠে ততই স্পিনাররা নিজেদের জাল বিছোতে সুবিধা পান। ব্যাটে বড় শট হাঁকানো মুশকিল হয়ে পড়ে। তাই হায়দরাবাদ, মুম্বই বা সাম্প্রতিক সময়ে কলকাতায় যে পরিমাণ বড় বড় স্কোর হয়, সেটা চিপকে কিন্তু দেখা যায় না। গত ম্যাচেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকের স্পিনত্রয়ী রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন ও নুর আমেদ ম্যাচ নিয়ন্ত্রণ করেন। এই ম্যাচেও পিচের চরিত্র এর থেকে ভিন্ন হবে বলে মনে হয় না। আরসিবির হয়ে ক্রুণাল পাণ্ড্যও গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। সুয়াশ শর্মা উইকেট পান। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
পরিবেশ
AccuWeather অনুযায়ী, সিএসকে বনাম আরসিবি ম্যাচ চলাকালীন তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ৬৫ থেকে ৮০ শতাংশ আদ্রর্তা থাকার পূর্বাভাসও রয়েছে। ম্যাচের সময় আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির কিন্তু কোনও সম্ভাবনা নেই। ফলে এক হাড্ডাহাড্ডি ৪০ ওভারের লড়াইয়ের পথে কোনও বাধা নেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
