DC vs PBKS: দুরন্ত রিজভি-করুণ, দুশোর বেশি রান তাড়া করে পঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস
IPL 2025: ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে নাটকীয় ম্যাচে দিল্লিকে জেতালেন সমীর রিজভি। আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস।

জয়পুর: আইপিএলের (IPL 2025) প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া দল যে গ্রুপ পর্বের শেষের দিকে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, কখনও দেখাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। কখনও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গ্রুপের অন্তিম পর্বে হারিয়ে দিচ্ছে প্লে অফে জায়গা পাকা করে নেওয়া দলকে। সেই তালিকায় নবতম সংযোজন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্লে অফের দৌড় থেকে যারা আগেই ছিটকে গিয়েছে।
শনিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে সেই দিল্লিই হারিয়ে দিল পঞ্জাব কিংসকে (Punjab Kings)। সেই পঞ্জাব কিংস, যারা ইতিমধ্যেই প্লে অফের টিকিট কনফার্ম করে ফেলেছে। তাও দুশোর ওপর রান তাড়া করে ম্যাচ জিতল দিল্লি। তাদের রুদ্ধশ্বাস জয়ের নায়ক সমীর রিজভি। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত থেকে নাটকীয় ম্যাচে দিল্লিকে জেতালেন সমীর রিজভি। আইপিএলে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে পঞ্জাব কিংসকে হারাল দিল্লি ক্যাপিটালস।
𝙍𝙞𝙯𝙯-𝙥𝙚𝙘𝙩 𝙩𝙝𝙚 𝙛𝙞𝙣𝙞𝙨𝙝𝙚𝙧 🙇♂️
— IndianPremierLeague (@IPL) May 24, 2025
A high-quality innings to close it out in style ✌️@DelhiCapitals sign of from this season in a 𝘳𝘰𝘢𝘳𝘪𝘯𝘨 fashion 💙
Updates ▶ https://t.co/k6WP8zBwzL #TATAIPL | #PBKSvDC pic.twitter.com/diWPqecddd
ম্যাচের প্রথমার্ধ ছিল পঞ্জাব কিংসের ব্যাটারদের । শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের দল বেছে নেওয়া হয়। সেই দলে উপেক্ষিত শ্রেয়স আইয়ার । জবাব দেওয়ার জন্য শ্রেয়স যেন বেছে নিলেন শনিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচকেই । ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন মুম্বইয়ের তারকা। শেষ দিকে ঝড় তুললেন মার্কাস স্টোইনিসও । মাত্র ১৬ বলে ৪৪ রানে অপরাজিত রইলেন । স্ট্রাইক রেট ? ২৭৫ ! প্রথমে ব্যাট করে দিল্লির বিরুদ্ধে পঞ্জাব কিংস তুলেছিল ২০৬/৮ । তখনও পর্যন্ত মনে হচ্ছিল, অগ্নিপরীক্ষা কে এল রাহুলদের । দুশোর ওপর রান তাড়া করে জেতা যে সহজ হবে না, বোঝাই যাচ্ছিল।
যদিও সেই কঠিন কাজকেই সহজ করে তুলল দিল্লি। ১৯.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান তুলে দিল দিল্লি। ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের দুয়েই রইল পঞ্জাব। আরসিবির সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য এগিয়ে শ্রেয়স আইয়াররা।




















