Ind vs Eng Test: ইংল্যান্ড সফরের ভারতীয় দলে নাম নেই এই পাঁচ ক্রিকেটারের! বঞ্চনা, নাকি রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ?
india test squad: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল বেছে নিলেন সিনিয়র নির্বাচকেরা।

মুম্বই: শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় দল (india test squad) বেছে নিলেন সিনিয়র নির্বাচকেরা। দুপুর দেড়টা নাগাদ আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়। ঘটনা হচ্ছে, এমন কয়েকজন ক্রিকেটার দলে সুযোগ পেলেন না, যাঁদের টেস্ট দলে দেখা যাবে বলেই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কারা পেলেন না সুযোগ?
মহম্মদ শামি
তালিকায় প্রথম নামটাই মহম্মদ শামির (Mohammed Shami)। বাংলার পেসারকে দলে রাখা হয়নি। প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছেন, শামি পুরোপুরি ফিট নন। তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক নয় বলেও জানিয়েছেন আগরকর। টেস্ট ক্রিকেটের ধকল নেওয়ার মতো জায়গায় শামি নেই, জানিয়েছেন নির্বাচক প্রধান।
হর্ষিত রানা
দলে রাখা হয়নি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা পেসার হর্ষিত রানাকেও। ডানহাতি পেসার কোচ গৌতম গম্ভীরের প্রিয়পাত্র হিসাবেই পরিচিত। অস্ট্রেলিয়া সফরে টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। পারথে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করেছিলেন। পরে অবশ্য দাগ কাটতে পারেননি।
শ্রেয়স আইয়ার
অনেকেই ভেবেছিলেন যে, ভারতের টেস্ট দলে থাকবেন শ্রেয়স আইয়ার। কিন্তু ইংল্যান্ড সফরের দলে রাখা হয়নি পঞ্জাব কিংসের অধিনায়ককে। টেস্ট দলে যে শ্রেয়সকে আপাতত ভাবা হচ্ছে না, স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর।
সরফরাজ খান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন সরফরাজ খান। আগরকরকে এ নিয়ে প্রশ্ন করা হলে বলেন, 'আমরা তো ৫০ জনকে নিতে পারি না। ১৮ জনের দলে সকলকে রাখা সম্ভব নয়।' ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেছেন সরফরাজ। তাঁর নামের পাশে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি রয়েছে।
অজিঙ্ক রাহানে
অনেকে ভেবেছিলেন, আইপিএলে কেকেআরের হয়ে নজরকাড়া অজিঙ্ক রাহানেকে টেস্ট দলে ফেরানো হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনুপস্থিতিতে রাহানের অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে। তবে রাখা হয়নি রাহানেকেও। নির্বাচকেরা যে আর পিছনের দিকে তাকাতে চান না, স্পষ্ট হয়ে গিয়েছে শনিবারের দল নির্বাচনে।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক, সহ অধিনায়ক), কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।




















