IPL 2025: অনুপস্থিত দলের তারকা ওপেনাররা, ফের ব্যাটিং অর্ডারে স্থান বদল হচ্ছে 'ক্রাইসিস ম্যান' রাহুলের?
KL Rahul: রাহুল বিগত দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে মিডল অর্ডারে, চার নম্বরে ব্যাট করেছেন।

নয়াদিল্লি: 'ক্রাইসিস ম্যান'! হ্যাঁ, তাঁকে ঠিক এই আখ্যাই দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি আর কেউ নন, কেএল রাহুল (KL Rahul)। ভারতের হয়ে ওপেনিং থেকে মিডল অর্ডার, কিপিং, সবটাই করেছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়েও এ মরশুমে তেমনটাই করেছেন রাহুল। সেই ধারা অব্যাহতই থাকছে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে সিংহভাগ সময়েই এ মরশুমে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন রাহুল। বিগত দুই ম্যাচে তিনি চারে ব্যাট করেছেন। তবে আসন্ন ম্যাচগুলিতে ফের একবার নিজের বৈচিত্রের পরিচয় দিতে দেখা যাবে রাহুলকে। ফের একবার তাঁর ব্যাটিং পজিশন বদল হচ্ছে। খবর অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের বাকি ম্যাচগুলিতে রাহুলকে ওপেনিং করতেই দেখা যাবে।
জেক ফ্রেজার-ম্যাগার্কের অফফর্ম ও ফাফ ডু প্লেসির চোটের জন্য রাহুল এ মরশুমে আগেও ওপেন করেছেন, তবে তা মাত্র একবার। তিন নম্বরেও দুইবার ব্যাট করেছেন তিনি। তবে সিংহভাগ ম্যাচেই চারে খেলেছেন তিনি। সাত ম্যাচ মিডল অর্ডারে ব্যাট করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবার সম্ভবত আবার ওপেনিংয়ে দেখা যাবে তাঁকে। ফ্রেজার-ম্যাগার্ক আইপিএলের বাকি ম্যাচ খেলার জন্য আর ফেরেননি। ডু প্লেসির দিল্লি শিবিরে যোগ দেওয়া নিয়েও সংশয় ছিল। তবে তিনি ফিরেছেন। তা সত্ত্বেও খবর অনুযায়ী রাহুল ওপেনিংই করতে চলেছেন।
ওপেনার হিসাবে রাহুলের আইপিএল রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। আইপিএলে ১০০ ইনিংসে রাহুল প্রায় ৪৯ গড়ে ১৩৭-র অধিক স্ট্রাইক রেটে ৪২৬০ রান করেছেন। এই পজিশনেই চারটি শতরান এসেছে রাহুলের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালস সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের মধ্যে দিয়েই যাচ্ছে। বাকি ম্যাচগুলি জিতে দিল্লির প্লে-অফে পৌঁছতে হলে কিন্তু রাহুলের ফর্মে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুলের ওপেনার হিসাবে এই রেকর্ড কিন্তু দিল্লি সমর্থকদের ভরসা জোগাবে।
তবে দলের এ মরশুমের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মিচেল স্টার্ক টুর্নামেন্টের বাকি ম্যাচে দিল্লির হয়ে আর খেলবেন না। তাঁর বদলি হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়া হয়েছে। মুস্তাফিজুরের খেলা নিয়ে তৈরি হয়েছিল প্রবল সংশয়।। তবে সেই সংশয়ের মেঘ কাটতে চলেছে। শোনা যাচ্ছে ১৮ তারিখই, রবিবার, ক্যাপিটলস শিবিরে মুস্তাফিজুর রহমান যোগ দেবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে মুস্তাফিজুরকে এনসিও দিয়ে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই ওপার বাংলার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দিল্লি টুর্নামেন্ট শুরুর পর হারানো ছন্দ ফিরে পেয়ে ম্যাচ জয়ের সরণিতে ফেরা কি না, সেটাই দেখার।




















