IPL 2025 Final: 'ভাগ্যদেবতা আরসিবিরই পক্ষে', আইপিএল ফাইনালের আগেই বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন PBKS অধিনায়কের
RCB vs PBKS: চতুর্থবার আইপিএলের ফাইনাল খেলতে নামছে আরসিবি, অপরদিকে পঞ্জাব কিংসের এটা দ্বিতীয় আইপিএল ফাইনাল।

নয়াদিল্লি: ১৮তম মরশুমের খেতাবি লড়াই। আজই আর খানিকক্ষণ পরেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনালে (IPL 2025 Final) মাঠে নামতে চলেছে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs PBKS)। দুই দলই এর আগে কোনওদিন আইপিএল খেতাব জেতেনি। তাই এ মরশুমে নতুন চ্যাম্পিয়ন পাওয়া নিশ্চিত। এই ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। চতুর্থবারে ফাইনালে নামা আরসিবির হাতে অবশেষে ট্রফি উঠবে, না শ্রেয়স আইয়ার পঞ্জাবকে প্রথমবার চ্যাম্পিয়ন করতে সক্ষম হবেন, সেই জবাব পেতেই মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা সিএসকে তারকা এবং অবশ্যই প্রাক্তন কিংস অধিনায়ক আর অশ্বিনের (R Ashwin) ভোট কিন্তু আরসিবির দিকেই। অশ্বিনের মতে ভাগ্যটা আরসিবির পক্ষেই রয়েছে এবং সেই কারণেই খেতাবও তাঁদের হাতেই উঠতে পারে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'আমার কেন জানি না মনে হচ্ছে আরসিবির ব্যাগে ট্রফিটা উঠেই গিয়েছে। এখনও পর্যন্ত যা হয়েছে, ওরা যেভাবে যে ফর্মে খেলছে। আমি একজন ক্রিকেটপ্রেমী। আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তবে ক্রিকেটার হিসাবে কিছু কুসংস্কারও রয়েছে বটে। ওরা যাদের বিরুদ্ধে মাঠে নামুক না কেন, ভাগ্য সবসময় ওদেরই পক্ষে ছিল।'
তিনি আরও যোগ করেন, 'অনেকেই বলছিলেন ২০ দিনের বিরতির ফলে আরসিবির জয়ের ধারাটা থেমেছে। ওরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাজিতও হয়। তবে কেমনভাবে লখনউয়ের বিরুদ্ধে ফিরে এসেছে, সেটাও তো দেখার। জিতেশ শর্মার ওই রান করাটা সব বদলে দেয়। হ্যাজেলউডকে ছাড়া আরসিবি রান খরচ করছিল। তবে ঠিক সময়ে ও ফিরে আসে। আমার মনে হচ্ছে ভাগ্যদেবতা আরসিবিরই পক্ষে।'
মঙ্গলবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আইপিএল ফাইনাল ম্যাচের আগেও কাঁটা বৃষ্টি। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি হচ্ছে আমদাবাদে। বিকেলের দিকে একবার তা থেমেছিল। তবে বিকেল সাড়ে চারটে থেকে ফের ঝমঝম করে শুরু হয়। মাঠের পিচ সহ তিরিশ গজের বৃত্ত অনেকটাই ঢাকা রয়েছে কভারে। এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টি কমলেও, ম্যাচের মাঝে ফের নামতে পারে। সময়ে ম্যাচ শুরু করা নিয়েও রয়েছে প্রশ্ন।
ফাইনাল ম্যাচ আসলে হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। যেহেতু গত আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিয়ম মেনে গতবারের চ্যাম্পিয়নদের ঘরের মাঠেই হওয়ার কথা ছিল এবারের উদ্বোধন ও ফাইনাল। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল স্থগিত হয়ে যায়। প্রায় দশ দিন পরে যখন টুর্নামেন্ট নতুন করে শুরু করা হয়, তখন কলকাতায় বৃষ্টির আশঙ্কা এবং 'অন্যান্য' কারণ দেখিয়ে ফাইনাল সহ প্লে অফের দুটি ম্যাচ ইডেনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।




















