IPL 2025: জল্পনাই সত্যি হল, আইপিএল ফাইনাল হাতছাড়া হল ইডেনের, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে খেতাবি লড়াই
IPL Playoffs: যে মাঠ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ সরেছিল, সেই মাঠেই খেলা হবে আইপিএল প্লে-অফের দুই ম্যাচ।

মুম্বই: আশঙ্কাই সত্যি হল। ইডেন গার্ডেন্সের (Eden Gardens), হাত থেকে আইপিএলের ফাইনাল (IPL 2025 final) হাতছাড়া হল। আবহাওয়ার দোহাই দিয়েই সেই ইডেন থেকে ফাইনাল সরিয়ে নেওয়া হল। জল্পনা মতোই গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আয়োজিত হবে আইপিএলের মেগা ফাইনাল। আজই আইপিএলের তরফে সরকারিভাবে টুর্নামেন্টের প্লে-অফ ম্যাচগুলির ভেন্যু ঘোষণা করা হল।
২৭ মে শেষ হবে আইপিএলের গ্রুপ পর্বের খেলা। ৭০টি টানটান ম্যাচের পর ২৯ তারিখ থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত বারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদের হোম গ্রাউন্ড রাজীব গাঁধী স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল। আর চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ার ২ এবং মেগা ফাইনাল আয়োজিত হত। তবে ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে দিন দশেক স্থগিত থাকে আইপিএলের মহারণ। বহু ম্যাচের ভেন্যু বদলায়। তখনই জানানো হয়েছিল যে প্লে-অফের (IPL Playoffs) সূচি বদল ঘটবে।
জল্পনা শোনা যাচ্ছিল ইডেন গার্ডেন্স থেকে ফাইনাল সরিয়ে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আসর বসতে পারে। কারণ হিসাবে ফাইনালের দিন কলকাতার আবহাওয়ার কথা বলা হচ্ছিল। সেই অজুহাতেই শেষমেশ আইপিএল ফাইনাল ও কোয়ালিফায়ার ২ ইডেন থেকে সরিয়ে নেওয়া হল। জল্পনা মতোই গুজরাতে হবে সেই ফাইনাল। অজুহাত হিসাবে আইপিএলের প্রকাশিত সরকারি বিবৃতিতে মূলত আবহাওয়া এবং অন্যান্য না না মাপকাঠির কথা জানানো হয়েছে।
রাজীব গাঁধী স্টেডিয়াম থেকেও সরানো হচ্ছে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর। মুল্লানপুরের যে স্টেডিয়ামে নিরাপত্তার কারণে পঞ্জাব কিংসের গ্রুপ পর্বের হোম ম্যাচ খেলা হয়নি। সেই মাঠেই প্লে-অফের এই দুই ম্যাচ আয়োজন করার কথা সরকারিভাবে আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ২৯ মে টুর্নামেন্টের কোয়ালিফায়ার ১ ও ৩০ মে এলিমিনেটর খেলা হবে এই মাঠে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যথাক্রমে ১ জুন ও ৩ জুন কোয়ালিফায়ার ২ ও ফাইনাল আয়োজিত হবে।
শুধু তাই নয়, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আরসিবির পরবর্তী ম্যাচের ভেন্যুও বদলে ফেলা হল। আরসিবি নিজেদের গ্রপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (RCBvsSRH) বিরুদ্ধে বেঙ্গালুরুর বদলে লখনউয়ের একানা স্টেডিয়ামে মাঠে নামবে। উপরন্তু, আইপিএলের সরকারি বিবৃতি এও জানানো হয়েছে, আইপিএলের প্লে-অফে যেমন ম্যাচ শেষ করার জন্য বাড়তি এক ঘণ্টা করে দেওয়া হয়, তেমনই ২০ মে সিএসকে বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ থেকে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলিতেও দেওয়া হবে।




















